আর জি কর কাণ্ডের প্রতিবাদে নিভল রাজভবনের আলোও। বুধবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টা আলো নিভিয়ে অভিনব প্রতিবাদের ডাক দেন জুনিয়র চিকিৎসকরা। সেই ডাকে সাড়া দিয়ে রাজভবনের আলো নেভালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আলো নিভল ভিক্টোরিয়া মেমোরিয়ালেরও।
আর জি কর কাণ্ডের পর তিন সপ্তাহেরও বেশি সময় পার। অথচ এখনও দায়িত্ব নেওয়ার পরে এই তদন্তের ভিত্তিতে কাউকে গ্রেফতার বা আটক করেনি সিবিআই। অন্যদিকে সুপ্রিম কোর্টেও আগামিকালের শুনানি পিছিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কবে মিলবে সুবিচার, এই দাবিতে পথে নেমে আন্দোলনে শামিল হন প্রায় গোটা শহরবাসী। গলি থেকে রাজপথ, বুধবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের ডাকে এক ঘণ্টা আলো নিভিয়ে অভিনব প্রতিবাদে পথে নেমেছেন মানুষ। সেই ডাকে সাড়া দিয়ে রাজভবনের আলো নেভালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আঁধারে ঢাকল আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরও।
advertisement