TRENDING:

CV Ananda Bose: পাশে ব্রাত্য, ৩৫৫ ধারা নিয়ে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজ্যপালের, শুরু জল্পনা

Last Updated:

CV Ananda Bose: সাংবাদিক বৈঠকে ৩৫৫ ধারা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্যপালের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ৩৫৫ ধারা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের। এদিন রাজভবনে শিক্ষামন্ত্রী এবং রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপচার্যের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। তার পরেই সাংবাদিক বৈঠকে ৩৫৫ ধারা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তিনি। রাজ্যপালকে ৩৫৫ ধারা নিয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন, "আমরা ৩৫৫-র দিকে এগোচ্ছি। কিন্তু তার আগে ৩৫৪ আসে।" ফলে রাজ্যপালের এই মন্তব্য ঘিরে তীব্র জল্পনা তৈরি হয়ে গিয়েছে।
৩৫৫ ধারা নিয়ে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজ্যপালের
৩৫৫ ধারা নিয়ে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজ্যপালের
advertisement

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামণিকের উপর হামলার ঘটনায় কড়া বিবৃতি দেন রাজ্যপাল। রাজভবন থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, "বিভিন্ন মহল থেকে ৩৫৫ ধারা জারির আবেদন করা হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা অবনতি হলে রাজ্যপাল নীরব দর্শক থাকতে পারেন না।"

এদিন ব্রাত্য বসু বলেন, "রাজভবনে সঙ্গে নবান্ন সম্পর্কের কোনও জটিলতা নেই। ২৪ জন উপাচার্যের ক্ষেত্রে রাজ্যপালের কোনও সই নেই। এটা নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছিল। এটা নিয়ে আমরা ভাবছিলাম। কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শ দেন। এটা নিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলে সলিউশন করতে পারি। গতকাল আমরা মিটিং করেছি। আজকে উপাচার্যরা প্রত্যেকে রাজ্যপালের হাতে একটি করে পদত্যাগপত্র দিয়েছেন। এবং রাজ্যপাল তাঁদের ৩ মাসের এক্সটেনশন দিয়েছেন।"

advertisement

তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রী চাইছেন বিশ্ববিদ্যালয়গুলো ঠিক মতো চলুক। আমরা সার্চ কমিটি গঠন এবং আইনি সংশোধন করতে যাচ্ছি। রাজ্যপালের সঙ্গে আলোচনা হয়েছে। রাজভবন-নবান্ন যাতে একসূত্রে কাজ করে, সেটা চাইব। রাজ্যপাল সবার। কোনও পর্ব থেকে থাকলে সেটা অতীত।"

আরও পড়ুন,  নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা নিয়ে কঠোর মনোভাব রাজ্যপালের, কটাক্ষ করলেন ফিরহাদ

advertisement

আরও পড়ুন, আচার্য রাজ্যপালের উপস্থিতিতে সমাবর্তন অনুষ্ঠিত হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

রাজ্যপাল জানান, "প্রধানমন্ত্রী বলেছেন আত্মনির্ভর ভারতের কথা। সুপ্রিম কোর্টের নির্দেশ কিছু ক্ষেত্রে রয়েছে। সবাই সাংবিধানিক পদ মেনে চলবেন। রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের সম্পর্ক গঠনমূলক হবে।"

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
CV Ananda Bose: পাশে ব্রাত্য, ৩৫৫ ধারা নিয়ে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজ্যপালের, শুরু জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল