এই প্রথম রাজ্যে দুর্গাপুজো উপলক্ষে জেলে থাকা বন্দিদের বন্দি মুক্তি করা হচ্ছে। রাজভবনের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্যের থেকে বন্দিমুক্তি করার বিষয় উত্তর চাওয়া হলেও, কোনও সন্তোষজনক উত্তর আসেনি। ফলে বিষয়টি অমীমাংসিত পর্যায়ে ছিল। ৭১ জন বন্দির মধ্যে ১৬ জন বিদেশি নাগরিককেও মুক্তি দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন, একলাফে ৫০ হাজার…! বিধায়কদের বেতন বৃদ্ধি নিয়ে আসছে বিল, বিশেষ অধিবেশনে সিলমোহর
আরও পড়ুন, মাধ্যমিক সিলেবাস বদল? পাঠ্যসূচি বদলাবে প্রাথমিকেও? রাজ্যের সিদ্ধান্তে বড় ইঙ্গিত
রাজভবনের তরফে একটি কমিটি করার প্রস্তাব দেওয়া হয়েছে। সেই কমিটি দেখবে কারা কারা জেল থেকে বন্দিমুক্তি হওয়ার যোগ্য। তারপর সেই তালিকা দেবে। প্রসঙ্গত, এই বিষয়টি স্বাধীনতা দিবসের সময় থেকে জটিলতার পর্যায়ে ছিল। স্বাধীনতা দিবসের আগে বন্দিদের কয়েকজনকে ছাড়ার জন্য রাজভবনকে চিঠি দিয়েছিল নবান্ন। পাল্টা রাজভবনও সেই চিঠির পরিপ্রেক্ষিতে বেশ কিছু প্রশ্নের উত্তর চায়। ফলে বিষয়টি নিয়ে একপ্রকার জটিলতা তৈরি হয়েছিল বিষয়টি ঘিরে।