TRENDING:

CV Anand Bose: উত্তরবঙ্গ নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল! তৃণমূলের রাজভবন অভিযানের দিনই চলে যাচ্ছেন কালিম্পং

Last Updated:

বিবৃতিতে জানানো হয়েছে, সিকিমে বর্তমানে আটকে পড়েছেন কমপক্ষে ২০০০ পর্যটক৷ তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাঁদের অবস্থান ও পরিস্থিতি সংক্রান্ত তথ্য তাঁদের পরিবারকে জানানো হয়েছে৷ পর্যটন দফতরের তরফে খোলা হয়েছে 24x7 Control Room (1800-212-1655 ও +91-9051888171)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সিকিমের হড়পা বানে উত্তরবঙ্গে ভয়াবহ পরিস্থিতি৷ রাজভবন সূত্রের খবর, উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে আগামিকাল, বৃহস্পতিবার শিলিগুড়ি যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ইতিমধ্যেই উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যসচিবের কাছ থেকে রিপোর্ট চেয়েছিলেন তিনি। সেই রিপোর্ট পৌঁছেও গিয়েছে রাজভবনে। এরপরেই দিল্লি সফর কাটছাঁট করে আগামিকাল বিকেলে শিলিগুড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল। সিকিমের রাজ্যপালের সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে রাজভবন সূত্রের খবর।
advertisement

আগামিকাল, বৃহস্পতিবার বিকেল ৫ টার মধ্যেই শিলিগুড়ি পৌঁছচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ অন্যদিকে, দিল্লিতে বিক্ষোভ কর্মসূচির পরে বৃহস্পতিবার রাজভবন অভিযানের ডাক দিয়েছে তৃণমূল৷ শাসকদলের সেই কর্মসূচির দিনই উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে কালিম্পং  যাচ্ছেন রাজ্যপাল৷ তেমনটাই খবর রাজভবন সূত্রের৷

উত্তর সিকিমে মেঘ ভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতি৷ লেক লুনকে জল প্লাবনে চুঙথাং বাঁধে ফাটল৷ বানভাসি সিকিমের একাধিক এলাকা৷ ভেঙেছে কংক্রিটের ব্রিজ৷ ধসে গিয়েছে জাতীয় সড়ক৷ এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে তিস্তা ব্যারেজের উপরেও জলের বিপুল চাপ এসেছে পড়েছে৷ যার জেরে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারের একাধিক এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ এদিন বিকেলে একটি বিবৃতির মাধ্যমে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির কথা জানিয়েছে নবান্ন৷

advertisement

আরও পড়ুন: বীভৎস অবস্থা উত্তরবঙ্গের! রাজ্যের একাধিক জেলায় জারি রেড অ্যালার্ট, কবে থামবে দুর্যোগ!

বিবৃতিতে জানানো হয়েছে, সিকিমে বর্তমানে আটকে পড়েছেন কমপক্ষে ২০০০ পর্যটক৷ তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাঁদের অবস্থান ও পরিস্থিতি সংক্রান্ত তথ্য তাঁদের পরিবারকে জানানো হয়েছে৷ পর্যটন দফতরের তরফে খোলা হয়েছে 24×7 Control Room (1800-212-1655 ও +91-9051888171)৷

advertisement

উত্তরবঙ্গে এখনও পর্যন্ত তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে৷ এই প্রাকৃতিক দুর্যোগের ঘটনার পর থেকে খোঁজ মিলছে না সিকিম সীমানা সংলগ্ন কালিম্পংয়ের লাভা ব্লকের ১৪ জন বাসিন্দার৷ তাঁদের মধ্যে ১৩ জন রংপো ফরেস্ট ভ্যালির বাসিন্দা৷ এক জন তারখোলার৷

আরও পড়ুন: সিকিমে আটকে বঙ্গের প্রায় ২০০০ পর্যটক! হড়পা বানে নিখোঁজ ১৪, তিনটি মৃতদেহ উদ্ধার

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

ইতিমধ্যেই জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর ৪টি দল উদ্ধারকাজে হাত লাগিয়েছে৷ কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার মিলিয়ে মোট ৩৯টি ত্রাণশিবির খোলা হয়েছে, অন্যত্র সরানো হয়েছে প্রায় সাড়ে ৬ হাজার মানুষকে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
CV Anand Bose: উত্তরবঙ্গ নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল! তৃণমূলের রাজভবন অভিযানের দিনই চলে যাচ্ছেন কালিম্পং
Open in App
হোম
খবর
ফটো
লোকাল