TRENDING:

Netaji Nagar Old Man Death: বেছে নিয়েছিলেন একাকী জীবন, বাড়িতে কারও প্রবেশ নিষেধ! নেতাজি নগরে কোটিপতি বৃদ্ধের মর্মান্তিক পরিণতি

Last Updated:

আশুতোষ বাবুর স্ত্রীর বহু বছর আগেই মৃত্যু হয়েছে৷ তাঁর ছেলে দিল্লিতে এবং মেয়ে অস্ট্রেলিয়ায় থাকেন৷ একসময় প্রিন্টিং ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও বয়স বাড়ায় একাই নেতাজি নগরের বাড়িতে থাকতেন ওই বৃদ্ধ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কোটি কোটি টাকার সম্পত্তি৷ নেতাজি নগরে চারতলা বাড়িই প্রাণ ছিল বছর ৭৮-এর বৃদ্ধ আশুতোষ দাসের৷ বাড়িতে কার্যত কারও প্রবেশ নিষিদ্ধ করে রেখেছিলেন তিনি৷ আর একা একা থাকার এই সিদ্ধান্তই শেষ পর্যন্ত বিপদ ডেকে আনল৷
নেতাজি নগরের এই বাড়ি  থেকেই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার৷
নেতাজি নগরের এই বাড়ি থেকেই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার৷
advertisement

তিন দিন নিখোঁজ থাকার পর নেতাজি নগরের বাড়ি থেকেই উদ্ধার হল আশুতোষ দাসের নামে ওই বৃদ্ধের পচাগলা দেহ৷ এ দিন সকালে পুরসভার একশো দিনের কর্মীরা জঞ্জাল সংগ্রহে এসে বাড়ির সিঁড়ির ঘর থেকে রক্ত জাতীয় তরল বেরোতে দেখেন৷ ডাকাডাকি করেও ওই বৃদ্ধের সাডা় না পাওয়ায় শেষ পর্যন্ত স্থানীয় পুরপ্রতিনিধিকে খবর দেওয়া হয়৷ এর পরই খবর যায় নেতাজি নগর থানায়৷ পুলিশ এসে দরজা ভেঙে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার করে৷

advertisement

আরও পড়ুন: মুম্বইয়ের ভিড়ে ঠাসা লোকালে ভয়াবহ দুর্ঘটনা, চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত ৬!

জানা গিয়েছে, আশুতোষবাবুর স্ত্রীর বহু বছর আগেই মৃত্যু হয়েছে৷ তাঁর ছেলে দিল্লিতে এবং মেয়ে অস্ট্রেলিয়ায় থাকেন৷ একসময় প্রিন্টিং ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও বয়স বাড়ায় একাই নেতাজি নগরের বাড়িতে থাকতেন ওই বৃদ্ধ৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেভাবে প্রতিবেশী কারও সঙ্গেই তিনি মিশতেন না তিনি৷ পাড়ার বাসিন্দাদের সঙ্গে যোগাযোগও রাখতেন না৷ এমন কি, বাড়িতে কেউ প্রবেশ করুন, তা অপছন্দ ছিল ওই বৃদ্ধের৷ আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ থাকলেও তাঁরা কেউ বাড়িতে আসতেন না৷ শুধু তাই নয়, একা থাকলেও বাড়িতে কোনও পরিচারক বা রান্নার লোকও রাখেননি আশুতোষবাবু৷ সব কাজ একাই করতেন তিনি৷ ব্যস্ত থাকতেন বাড়ির বাগান পরিচর্যায়৷

advertisement

পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর, নেতাজি নগরের রাজা এস সি মল্লিক রোডের বাড়ি সহ ওই বৃদ্ধ কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক৷ এ দিন মৃত্যুর খবর পেয়ে তাঁর শ্যালক প্রণব নাগ নেতাজি নগরের বাড়িতে আসেন৷ খবর পাঠানো হয়েছে বৃদ্ধের ছেলেমেয়েকে৷ বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কোনও অস্বাভাবিকতা আছে কি না, তা জানতে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷

advertisement

কোটি কোটি টাকার সম্পত্তি৷ নেতাজি নগরে চারতলা বাড়িই প্রাণ ছিল বছর ৭৮-এর বৃদ্ধ আশুতোষ দাসের৷ বাড়িতে কার্যত কারও প্রবেশ নিষিদ্ধ করে রেখেছিলেন তিনি৷ আর একা একা থাকার এই সিদ্ধান্তই শেষ পর্যন্ত বিপদ ডেকে আনল৷

তিন দিন নিখোঁজ থাকার পর নেতাজি নগরের বাড়ি থেকেই উদ্ধার হল আশুতোষ দাসের নামে ওই বৃদ্ধের পচাগলা দেহ৷ এ দিন সকালে পুরসভার একশো দিনের কর্মীরা জঞ্জাল সংগ্রহে এসে বাড়ির সিঁড়ির ঘর থেকে রক্ত জাতীয় তরল বেরোতে দেখেন৷ ডাকাডাকি করেও ওই বৃদ্ধের সাডা় না পাওয়ায় শেষ পর্যন্ত স্থানীয় পুরপ্রতিনিধিকে খবর দেওয়া হয়৷ এর পরই খবর যায় নেতাজি নগর থানায়৷ পুলিশ এসে দরজা ভেঙে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার করে৷

advertisement

জানা গিয়েছে, আশুতোষ বাবুর স্ত্রীর বহু বছর আগেই মৃত্যু হয়েছে৷ তাঁর ছেলে দিল্লিতে এবং মেয়ে অস্ট্রেলিয়ায় থাকেন৷ একসময় প্রিন্টিং ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও বয়স বাড়ায় একাই নেতাজি নগরের বাড়িতে থাকতেন ওই বৃদ্ধ৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেভাবে প্রতিবেশী কারও সঙ্গেই তিনি মিশতেন না তিনি৷ পাড়ার বাসিন্দাদের সঙ্গে যোগাযোগও রাখতেন না৷ এমন কি, বাড়িতে কেউ প্রবেশ করুন, তা অপছন্দ ছিল ওই বৃদ্ধের৷ আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ থাকলেও তাঁরা কেউ বাড়িতে আসতেন না৷ শুধু তাই নয়, একা থাকলেও বাড়িতে কোনও পরিচারক বা রান্নার লোকও রাখেননি আশুতোষবাবু৷ সব কাজ একাই করতেন তিনি৷ ব্যস্ত থাকতেন বাড়ির বাগান পরিচর্যায়৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর, নেতাজি নগরের রাজা এস সি মল্লিক রোডের বাড়ি সহ ওই বৃদ্ধ কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক৷ এ দিন মৃত্যুর খবর পেয়ে তাঁর শ্যালক প্রণব নাগ নেতাজি নগরের বাড়িতে আসেন৷ খবর পাঠানো হয়েছে বৃদ্ধের ছেলেমেয়েকে৷ বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কোনও অস্বাভাবিকতা আছে কি না, তা জানতে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Netaji Nagar Old Man Death: বেছে নিয়েছিলেন একাকী জীবন, বাড়িতে কারও প্রবেশ নিষেধ! নেতাজি নগরে কোটিপতি বৃদ্ধের মর্মান্তিক পরিণতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল