-দক্ষিণ ২৪ পরগনায় ৩ লক্ষ ১৩ হাজার হেক্টর জমিতে আমন ধান হয়
-এর মধ্যে বুলবুলে ক্ষতিগ্রস্ত প্রায় ২ লক্ষ হেক্টর জমি
-দক্ষিণ ২৪ পরগনায় ১৬ হাজার ৩১৮ হেক্টর জমিতে হয় সবজি
-এর মধ্যে ৮ হাজার ৩৪২ হেক্টর জমি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত
-এই পরিস্থিতিতে তা হলে উপায় কী? বিকল্প দাওয়াই দিচ্ছেন কৃষি বিজ্ঝানীরা।
advertisement
-কৃষিবিজ্ঞানীদের মতে,এই সময়ে পালং, নটে, ছোলা শাক, মটর শাকের মতো ফসলের চাষে জোর দিতে হবে। কারণ, এই সব শাকের ফলন হয় কম সময়ে।
দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, নামখানা-সহ বেশ কিছু জায়গায় জমিতে নোনা জল ঢুকে ফসল নষ্ট হয়েছে। কৃষি বিশেষজ্ঞদের মতে, এই সব জমিতে সূর্যমুখী, মুগাডল ও টমেটো চাষ করা যেতে পারে। এতে কৃষকরা কিছুটা ধাক্কা সামলাতে পারবেন। কৃষি বিশেষজ্ঞদের মতে, পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনাতেও এভাবে বিকল্প চাষ শুরু করা যেতে েপারে। বিকল্প ফসলের চাষ হলেও আগামী কয়েকদিন কিন্তু বাজার আগুন থাকারই আশঙ্কা।