TRENDING:

বুলবুলে চাষের ব্যাপক ক্ষতি, বিঘের পর বিঘে ফসল নষ্ট, জিনিসপত্রের আগুন দামের আশঙ্কা!

Last Updated:

দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, নামখানা-সহ বেশ কিছু জায়গায় জমিতে নোনা জল ঢুকে ফসল নষ্ট হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বুলবুলের জেরে বিঘের পর বিঘে জমির ফসল নষ্ট। এই অবস্থায় ঘুড়ে দাঁড়ানোর উপায় কী? বিকল্প দাওয়াইকে সামনে রেখে ঝাঁপাচ্ছে প্রশাসন। বুলবুলের আফটার এফেক্ট। বাজার এখন আগুন। ডিম থেকে শুরু করে আলু, সবারই দাম বেড়েছে। ছ্যাঁকা দিচ্ছে সবজি। কলকাতা ও শহরতলির বিস্তীর্ণ এলাকার সবজি আসে মূলত দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর থেকে। এই তিন জেলাই বুলবুলে ক্ষতিগ্রস্ত।
advertisement

-দক্ষিণ ২৪ পরগনায় ৩ লক্ষ ১৩ হাজার হেক্টর জমিতে আমন ধান হয়

-এর মধ্যে বুলবুলে ক্ষতিগ্রস্ত প্রায় ২ লক্ষ হেক্টর জমি

-দক্ষিণ ২৪ পরগনায় ১৬ হাজার ৩১৮ হেক্টর জমিতে হয় সবজি

-এর মধ্যে ৮ হাজার ৩৪২ হেক্টর জমি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত

-এই পরিস্থিতিতে তা হলে উপায় কী? বিকল্প দাওয়াই দিচ্ছেন কৃষি বিজ্ঝানীরা।

advertisement

-কৃষিবিজ্ঞানীদের মতে,এই সময়ে পালং, নটে, ছোলা শাক, মটর শাকের মতো ফসলের চাষে জোর দিতে হবে। কারণ, এই সব শাকের ফলন হয় কম সময়ে।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, নামখানা-সহ বেশ কিছু জায়গায় জমিতে নোনা জল ঢুকে ফসল নষ্ট হয়েছে। কৃষি বিশেষজ্ঞদের মতে, এই সব জমিতে সূর্যমুখী, মুগাডল ও টমেটো চাষ করা যেতে পারে। এতে কৃষকরা কিছুটা ধাক্কা সামলাতে পারবেন। কৃষি বিশেষজ্ঞদের মতে, পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনাতেও এভাবে বিকল্প চাষ শুরু করা যেতে েপারে। বিকল্প ফসলের চাষ হলেও আগামী কয়েকদিন কিন্তু বাজার আগুন থাকারই আশঙ্কা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
বুলবুলে চাষের ব্যাপক ক্ষতি, বিঘের পর বিঘে ফসল নষ্ট, জিনিসপত্রের আগুন দামের আশঙ্কা!