TRENDING:

Crime News: সামনে বিয়ে উপলক্ষে বাড়িতে মজুত ১০ ভরি সোনা! বধূর হাতপা বেঁধে, অচৈতন্য করে, মুখে কাপড় গুঁজে লুঠপাট দুষ্কৃতীদের

Last Updated:

Crime News:পুলিশের কাছে তাঁরা জানিয়েছেন সামনেই বাড়ির ছেলের বিয়ে৷ তাই বাড়িতে গয়না-সহ প্রায় দশ ভরির মতো সোনার জিনিস মজুত ছিল৷ অভিযোগ, সেগুলি লুঠ করে দুষ্কৃতীরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : সেন্ট্রাল অ্যাভিনিউ, দমদমের পর এ বার টালিগঞ্জের মুর অ্যাভিনিউ৷ ফের গৃহস্থের হাত বেঁধে, তাঁর মুখের মধ্যে কাপড় ঢুকিয়ে অচৈতন্য করে লুঠপাটের ঘটনা ঘটল৷ দাসানি স্টুডিওর পাশে ৪৫ সি-১২ মুর অ্যাভিনিউতে দুষ্কৃতীর হাতে আক্রান্ত হন এক মধ্যবয়সি মহিলা৷ অভিযোগ, সোমবার সন্ধ্যা সাতটার সময় সোনালি বিশ্বাস যখন নিজের ফ্ল্যাটে ওঠেন, তখন দরজা খোলার সঙ্গে সঙ্গে দু’জন ব্যক্তি পিছন থেকে এসে তাঁর দুই হাত ধরে৷ তাঁকে ধাক্কা দেওয়ার ফলে তিনি নীচে পড়ে যান৷ চোট লাগে মাথায়৷ তিনি প্রাণভয়ে আর্ত চিৎকার করলে দুষ্কৃতীরা তাঁকে মেরে ফেলার হুমকি দেয়৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

পুলিশের কাছে তাঁরা জানিয়েছেন সামনেই বাড়ির ছেলের বিয়ে৷ তাই বাড়িতে গয়না-সহ প্রায় দশ ভরির মতো সোনার জিনিস মজুত ছিল৷ অভিযোগ, সেগুলি লুঠ করে দুষ্কৃতীরা৷ তার পর মহিলার মুখে কাপড় ঢুকিয়ে তাঁর হাত বেঁধে নীচে ফেলে রাখা হয়৷ মারের চোটে মহিলা অচৈতন্য হয়ে পড়েন। মহিলার স্বামী যখন ফিরে আসেন, তখন দেখেন ঘরে সমস্ত জিনিস অগোছালো হয়ে পড়ে রয়েছে৷ তাঁর স্ত্রী অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। আক্রান্ত বধূ সোনালির স্বামী পিকলু বিশ্বাস পুলিশের কাছে অভিযোগ করেন, ‘‘আটটার সময় আমি বাড়িতে আসি৷ এসে দেখি ঘর খোলা পড়ে রয়েছে৷ লুঠ করা হয়েছে পুরো ঘরে৷ আগে থেকেই দুষ্কৃতীরা ফ্ল্যাটে লুকিয়ে ছিল মনে হচ্ছে। ছুরির ভয় দেখেই ঢোকে দুষ্কৃতী৷ তার পর আমার স্ত্রীর হাত বেঁধে দেয়। অচৈতন্য হয়ে পড়েন আমার স্ত্রী৷ জ্ঞান ফিরে এলেও যাতে চিৎকার করতে না পারেন সেজন্য মুখে কাপড় গুঁজে দেওয়া হয়েছিল৷’’ রাতেই ঘটনাস্থলে যায় রিজেন্ট পার্ক থানার পুলিশ। তদন্ত শুরু করে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

প্রসঙ্গত দিন তিনেক আগেই সেন্ট্রাল অ্যাভিনিউতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। বৃদ্ধাকে অস্ত্র দেখিয়ে গোটা বাড়িতে লুটপাট চালায় দুষ্কৃতীরা। বড়তলা থানায় দায়ের হয়েছে অভিযোগ। তদন্তে নেমেছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, হামলার সময় বাড়িতে একা ছিলেন ৬৮ বছরের বৃদ্ধা । তাঁর মেয়ে থাকেন বেঙ্গালুরুতে। প্রাথমিক তদন্তে অনুমান, অসমর্থ বৃদ্ধার একা থাকার খবর পেয়েই হামলা চালায় দুষ্কৃতীরা। সম্প্রতি দমদম পুরসভার ৭ নম্বর ওয়ার্ড নলতা স্কুল বাড়ি রোডে ঘটে যায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা। গয়না, টাকা-কড়ি কিছুই বাদ রাখেনি ডাকাত দল। জানলা ভেঙে ঢুকে, আলমারি ভেঙে সব লুট করে চম্পট দেয় ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Crime News: সামনে বিয়ে উপলক্ষে বাড়িতে মজুত ১০ ভরি সোনা! বধূর হাতপা বেঁধে, অচৈতন্য করে, মুখে কাপড় গুঁজে লুঠপাট দুষ্কৃতীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল