TRENDING:

Crime News: মোবাইলে আসা লিঙ্কে ক্লিক করতেই বিপদে পরিবার! ছড়াল মহিলার নগ্ন ছবি! আসছে হুমকি!

Last Updated:

Crime News: বিশেষজ্ঞরা বলছেন,অযাচিত কোনও লিংক মোবাইলে এলে, সেই লিংক ক্লিক না করতে।কারণ ক্লিক করলেই পুরো মোবাইলটা চলে যাচ্ছে হ্যাকারদের হাতে।বেশির ভাগ মানুষ না জেনেই ক্লিক করে পড়ছেন এই ফাঁদে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  অজান্তেই মোবাইলে আসা ম্যাসেজের নীল হয়ে থাকা লিংক ক্লিক করে,চরম বিপদে পড়ছে প্রচুর মানুষ।গোটা মোবাইল ফোনের সমস্ত তথ্য চলে যাচ্ছে হ্যাকারদের হাতে।সেই বিপদে পড়ে আত্মহত্যা করার পরিস্থিতি হচ্ছে অনেক পরিবারের।  এমনই ঘটনা ঘটেছে কলকাতায়।লোন পরিশোধের একটি ম্যাসেজ আসে মুকুন্দ পুরের একটি মহিলার হোয়াটস অ্যাপে।যেখানে লেখা ছিল তিনি ২হাজার টাকা ধার নিয়েছে একটি সংস্থা থেকে। সেই টাকা যাতে অতি দ্রুত পরিশোধ করেন। সেখানে নিচে দেওয়া লিংকে ক্লিক করেন মহিলা। তারপর থেকেই মহিলার মোবাইলের সমস্ত কন্ট্যাক্ট নম্বর,ফটো গ্যালারি, মোবাইলের ক্যামেরা হ্যাকারের হাতে চলে যায়।মোবাইলের ক্যামেরা তারা অন করে বাড়ির সমস্ত কিছু দেখে,ফোন করে হ্যাকাররা জানাতে থাকে।
advertisement

প্রথমটায় যারাই ফোন করছিল,তারা সবাই হিন্দিতে কথা বলছিল।ওই হ্যাকারের প্রথমে চাপ ছিল দু হাজার টাকা অনলাইন পেমেন্টের।    ২৮শে এপ্রিল সকাল থেকে মোবাইলে হুমকি,ম্যাসেজ আসা শুরু হয়।সেই দিনই মহিলা নেতাজি নগর থানায় সমস্ত বিষয় জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে লাল বাজারেও লিখিত জানান। থানা থেকে জানিয়েছিল,মোবাইলে হুমকি আসা বন্ধ হয়ে যাবে।  দেখা গেল -থানায়,লালবাজারে অভিযোগ করে কোনো লাভ হয়নি।এখন মহিলার মেয়েকে অপহরণের হুমকি সহ মহিলার ছবি নোংরা ভাবে তৈরি করে সমস্ত কন্ট্যাক্ট নম্বরে পাঠাচ্ছে হ্যাকাররা।পুলিশের সঙ্গে যোগাযোগ করে কোনো লাভ হচ্ছে না।

advertisement

আরও পড়ুন: তোলাবাজি! ২৫ লক্ষ টাকা দাবি! গ্রেফতার চার সিবিআই সাব ইন্সপেক্টর 

আজ সকালে হুমকি ও টাকার দাবি বেড়ে যায়। এই মুহূর্তে মহিলা এবং তাঁর স্বামী ঘর থেকে বেরোতে পারছে না।বাড়িতে দরজা জানালা বন্ধ করে রয়েছে সবাই।পরিবারের দাবি তাদের আত্মহত্যা ছাড়া কোনও উপায় নেই। পাড়ার বেশির ভাগ মোবাইলে মহিলার নগ্ন ছবি ছড়িয়ে পড়েছে। আজ সকাল থেকে হ্যাকার ঝরঝরে বাংলায় হুমকি দেওয়া শুরু করেছে।  মহিলার একটি মেয়ে আছে।সেটাও জানে তারা। প্রশ্ন ,মহিলার কোনও পরিচিত কেউ কি এমন করছে? তবে এই ধরনের হুমকি প্রতারণা বেশ মাথা চাড়া দিয়েছে। লাল বাজারের গোয়েন্দারা এই বিষয় গুলো নিয়ে তদন্তে নেমেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

SHANKU SANTRA

বাংলা খবর/ খবর/কলকাতা/
Crime News: মোবাইলে আসা লিঙ্কে ক্লিক করতেই বিপদে পরিবার! ছড়াল মহিলার নগ্ন ছবি! আসছে হুমকি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল