প্রথমটায় যারাই ফোন করছিল,তারা সবাই হিন্দিতে কথা বলছিল।ওই হ্যাকারের প্রথমে চাপ ছিল দু হাজার টাকা অনলাইন পেমেন্টের। ২৮শে এপ্রিল সকাল থেকে মোবাইলে হুমকি,ম্যাসেজ আসা শুরু হয়।সেই দিনই মহিলা নেতাজি নগর থানায় সমস্ত বিষয় জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে লাল বাজারেও লিখিত জানান। থানা থেকে জানিয়েছিল,মোবাইলে হুমকি আসা বন্ধ হয়ে যাবে। দেখা গেল -থানায়,লালবাজারে অভিযোগ করে কোনো লাভ হয়নি।এখন মহিলার মেয়েকে অপহরণের হুমকি সহ মহিলার ছবি নোংরা ভাবে তৈরি করে সমস্ত কন্ট্যাক্ট নম্বরে পাঠাচ্ছে হ্যাকাররা।পুলিশের সঙ্গে যোগাযোগ করে কোনো লাভ হচ্ছে না।
advertisement
আরও পড়ুন: তোলাবাজি! ২৫ লক্ষ টাকা দাবি! গ্রেফতার চার সিবিআই সাব ইন্সপেক্টর
আজ সকালে হুমকি ও টাকার দাবি বেড়ে যায়। এই মুহূর্তে মহিলা এবং তাঁর স্বামী ঘর থেকে বেরোতে পারছে না।বাড়িতে দরজা জানালা বন্ধ করে রয়েছে সবাই।পরিবারের দাবি তাদের আত্মহত্যা ছাড়া কোনও উপায় নেই। পাড়ার বেশির ভাগ মোবাইলে মহিলার নগ্ন ছবি ছড়িয়ে পড়েছে। আজ সকাল থেকে হ্যাকার ঝরঝরে বাংলায় হুমকি দেওয়া শুরু করেছে। মহিলার একটি মেয়ে আছে।সেটাও জানে তারা। প্রশ্ন ,মহিলার কোনও পরিচিত কেউ কি এমন করছে? তবে এই ধরনের হুমকি প্রতারণা বেশ মাথা চাড়া দিয়েছে। লাল বাজারের গোয়েন্দারা এই বিষয় গুলো নিয়ে তদন্তে নেমেছে।
SHANKU SANTRA