TRENDING:

Crime News: খাস কলকাতায় শিশু বিক্রির অভিযোগ! ৪ লাখে নিজের ২১ দিনের সন্তানকে বিক্রি করল মা

Last Updated:

Crime News:  ২১ দিনের বাচ্চাকে বিক্রি করলেন গর্ভধারিনী মা। কয়েকদিন আগে পরিবারের পক্ষ থেকে আনন্দপুর থানায় শিশু নিখোঁজের একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আনন্দপুরঃ ২১ দিনের বাচ্চাকে বিক্রি করলেন গর্ভধারিনী মা। কয়েকদিন আগে পরিবারের পক্ষ থেকে আনন্দপুর থানায় শিশু নিখোঁজের একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অনুসারে তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে, আজকে পুলিশ বেহালা থেকে সেই ২১ দিনের শিশুকে উদ্ধার করে।
খাস কলকাতায় শিশু বিক্রির অভিযোগ! প্রতীকী ছবি
খাস কলকাতায় শিশু বিক্রির অভিযোগ! প্রতীকী ছবি
advertisement

আরও পড়ুনঃ ‘আমার বিয়েতেও এসেছিলেন উনি’, বুদ্ধদেবকে দেখতে হাসপাতালে উদ্বিগ্ন ঋতুুুপর্ণা

পুলিশ সূত্রের খবর, নোনাডাঙ্গা রেল কলোনির বাসিন্দা রূপালী মন্ডল তাঁর ২১ দিনের কন্যা সন্তানকে মেদিনীপুরের কল্যাণী গুহকে বিক্রি করেছিলেন। পুলিশ যখন রূপালী মন্ডলকে জেরা করে তখন তাঁর কথায় অসংগতি ধরা পরা। তাঁকে সঙ্গে নিয়েই তল্লাশি চালায় আনন্দপুর থানার পুলিশ। পাঁচটি হাত বদল হয় এই শিশুর। প্রায় ৪ লক্ষ টাকায় বিক্রি করা হয় এই শিশুকে। উল্লেখ‍্য ঘটনায় মা-সহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। আজই তাঁদের আদালতে পেশ করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উৎসবের মরশুমে শুরু হয়ে গেল বই পার্বণ! কোথায় হচ্ছে, কতদিন চলবে জানুন
আরও দেখুন

প্রতিবেশীদের কথায়, খুব অল্পদিন আগে এই এলাকায় ভাঁড়াতে আসেন রূপালী মন্ডল, তিন সন্তানকে নিয়ে। স্বামীর সঙ্গে বিবাদের জেরে তিন সন্তান নিয়ে আলাদা থাকত রূপালী। এই নৃংশস ঘটনার নিন্দা করছেন স্থানীয়রা। স্থানীয়দের সন্দেহ অভাব-অনটনের কারণে শিশু বিক্রি করেছেন মা। রূপালীর বাড়িওয়ালার কথায় তিনি এই ঘটনার ব‍্যপারে একবারেই অবগত ছিলেন না।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Crime News: খাস কলকাতায় শিশু বিক্রির অভিযোগ! ৪ লাখে নিজের ২১ দিনের সন্তানকে বিক্রি করল মা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল