আরও পড়ুনঃ ‘আমার বিয়েতেও এসেছিলেন উনি’, বুদ্ধদেবকে দেখতে হাসপাতালে উদ্বিগ্ন ঋতুুুপর্ণা
পুলিশ সূত্রের খবর, নোনাডাঙ্গা রেল কলোনির বাসিন্দা রূপালী মন্ডল তাঁর ২১ দিনের কন্যা সন্তানকে মেদিনীপুরের কল্যাণী গুহকে বিক্রি করেছিলেন। পুলিশ যখন রূপালী মন্ডলকে জেরা করে তখন তাঁর কথায় অসংগতি ধরা পরা। তাঁকে সঙ্গে নিয়েই তল্লাশি চালায় আনন্দপুর থানার পুলিশ। পাঁচটি হাত বদল হয় এই শিশুর। প্রায় ৪ লক্ষ টাকায় বিক্রি করা হয় এই শিশুকে। উল্লেখ্য ঘটনায় মা-সহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। আজই তাঁদের আদালতে পেশ করা হয়েছে।
advertisement
প্রতিবেশীদের কথায়, খুব অল্পদিন আগে এই এলাকায় ভাঁড়াতে আসেন রূপালী মন্ডল, তিন সন্তানকে নিয়ে। স্বামীর সঙ্গে বিবাদের জেরে তিন সন্তান নিয়ে আলাদা থাকত রূপালী। এই নৃংশস ঘটনার নিন্দা করছেন স্থানীয়রা। স্থানীয়দের সন্দেহ অভাব-অনটনের কারণে শিশু বিক্রি করেছেন মা। রূপালীর বাড়িওয়ালার কথায় তিনি এই ঘটনার ব্যপারে একবারেই অবগত ছিলেন না।
