এসটিএফ-এর কাছে খবর আগে থেকেই ছিল। উত্তরবঙ্গ থেকে কলকাতাগামী একটি বাস যখন ধর্মতলা এসে পৌঁছায় তখন কলকাতা পুলিশের এসটিএফ এক ব্যক্তিকে আটক করে। তাঁর থেকে প্রচুর জাল ৫০০ টাকার নোট উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর ওই ব্যক্তি মালদহ থেকে উঠেছিলেন।
ধৃত ব্যক্তির নাম মনোয়ার শেখ। প্রতিবেদনটি লেখার সময়ে পর্যন্ত নোট গোনার প্রক্রিয়া চলছিল।
advertisement
জানা যাচ্ছে, ৫০০ টাকার নোটের ৬টা বান্ডিল রয়েছে। মনোয়ার শেখ মালদহ থেকে বাসে উঠেছিলেন বলে জানা যাচ্ছে। শিলিগুড়ি থেকে কলকাতার একটি বেসরকারি বাসে মনোয়ার শেখ কলকাতা এসে পৌঁছয়। এই জাল নোটের পরিমাণ কত তা গুনতে শুরু করেছেন গোয়েন্দা আধিকারিকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 28, 2024 10:06 AM IST