TRENDING:

ময়দানের লাইভ স্কোর এবার মোবাইল অ‍্যাপে ! কবে থেকে এই অ্যাপ চালু করছে সিএবি ?

Last Updated:

মোবাইল খুললেই হাতেগরম ক্লাব ক্রিকেট। ময়দানের লাইভ স্কোর হাজির মোবাইল অ‍্যাপে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  মোবাইল খুললেই হাতেগরম ক্লাব ক্রিকেট। ময়দানের লাইভ স্কোর হাজির মোবাইল অ‍্যাপে। জানুয়ারিতেই পরীক্ষামূলকভাবে নতুন অ‍্যাপ আনছে সিএবি। যা সফটওয়‍্যার তৈরি করেছে কোচির সংস্থা। স্কোরারদের জন‍্য চালু হচ্ছে বিশেষ ক‍র্মশালা।
advertisement

বিসিসিআই-সহ বেশ কিছু বাণিজ্যিক অ‍্যাপ আগে থেকেই রয়েছে। যেখানে এক টাচেই মোবাইলে জানা যায় আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটের স্কোর। হাতেগরম খবর। সৌরভের ভাবনায় বহুদিন ধরেই স্থানীয় ক্রিকেটের মোবাইল অ‍্যাপ আনার চিন্তাভাবনা শুরু হয়। ক্রিকেট HQ নামে কোচির একটি সংস্থা তৈরি করেছে এই সফটওয়‍্যার। যার ট্রায়াল জানুয়ারিতেই শুরু হচ্ছে ক্লাব ক্রিকেটের কয়েকটি ম‍্যাচে।

advertisement

জানুয়ারিতেই স্কোরারদের নিয়ে হবে বিশেষ কর্মশালা। ফেব্রুয়ারি-মার্চ থেকেই সব ম‍্যাচের স্কোর জানা যাবে অ‍্যাপে। এতদিন ক্লাব ক্রিকেটের পারফরম‍্যান্সে তেমন প্রচার পেতেন না ক্রিকেটাররা। নতুন এই অ‍্যাপ নিয়ে আশাবাদী ক্রিকেটমহল।

ময়দানের সব ম‍্যাচের তথ‍্য জমা হবে সিএবি-র নিজস্ব ডেটাবেস সার্ভারে। যেখান থেকে ক্লাব ক্রিকেটের খেলার স্কোরও প্রতিমুহূর্তে জানা যাবে মোবাইল খুললেই। নতুন বছরের শুরুতেই যেন ডিজিটাল হাওয়া লাগছে বঙ্গ ক্রিকেটে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রিপোর্টার: প্রদীপ্ত গোস্বামী

বাংলা খবর/ খবর/কলকাতা/
ময়দানের লাইভ স্কোর এবার মোবাইল অ‍্যাপে ! কবে থেকে এই অ্যাপ চালু করছে সিএবি ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল