TRENDING:

উপনির্বাচনে বাম-কংগ্রেস জোটকে সমর্থন করার ডাক দিল নকশালরা

Last Updated:

অন্যদিকে নিট ও ইউজিসি-নেট পরীক্ষায় ব্যাপকতম দুর্নীতির বিরুদ্ধে জুলাই মাসের প্রথম সপ্তাহে সল্টলেকে ইউজিসি দপ্তরের সামনে ছাত্র সংগঠন আইসা-র পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শিত হবে বলেও এদিন জানানো হয়েছে লিবারেশনের পক্ষ থেকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আসন্ন বিধানসভা উপনির্বাচনে বাম ও গণতান্ত্রিক জোটকে সমর্থন করার আহ্বান জানালো সিপিআইএমএল লিবারেশন। ২৭ ও ২৮ জুন কলকাতার মৌলালি যুব কেন্দ্রে দলের রাজ্য কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য।
advertisement

এই বৈঠকে “নির্বাচনোত্তর জাতীয় ও রাজ্য রাজনৈতিক পরিস্থিতির পর্যালোচনা এবং বাংলার বুকে বিজেপি-আরএসএসের ফ্যাসিবাদী আগ্রাসন রুখতে ও তৃণমূল কংগ্রেস সরকারের অপশাসনের বিরুদ্ধে রাজ্য জুড়ে বাম ও গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে আগামী আন্দোলনের রূপরেখা নিয়ে সার্বিক আলোচনা হয়” বলে দলের তরফে শনিবার এক প্রেস বিবৃতি প্রকাশ করে এই কথা জানানো হয়েছে৷ একই সঙ্গে বিজেপির পাশাপাশি তৃণমূল কংগ্রেসেরও বিরোধিতা করা হয়।

advertisement

আরও পড়ুন: লোকাল ট্রেনে দুর্ঘটনা হাবড়ায়! অল্পের জন্য রক্ষা… বন্ধ থাকে শিয়ালদহগামী ট্রেন, দুর্ভোগে যাত্রীরা

একই সঙ্গে বলা হয়েছে, “আসন্ন বিধানসভা উপনির্বাচনে মাণিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ কেন্দ্রে বিজেপিকে একটিও ভোট নয় ও তৃণমূলের ‘অপশাসনকে’ একটুও ছাড় নয়। এই স্লোগানের ভিত্তিতে সিপিআইএমএল লিবারেশন বাম ও গণতান্ত্রিক প্রার্থীদের সমর্থন জানাচ্ছে।”

advertisement

এছাড়াও হকার উচ্ছেদের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনা করা হয়েছে রাজ্য কমিটির বৈঠকে। এই রকম চলতে থাকলে আগামী দিনে আন্দোলনের পথে হাঁটারও হুমকি দেওয়া হয়েছে। দলের তরফে জানানো হয়েছে, “কলকাতা সহ রাজ্যের বিভিন্ন শহরে হকার অপসারণে নির্মমভাবে বুলজোজার দিয়ে ধ্বংসলীলা চালিয়ে গরীব মানুষগুলিকে জীবিকা হীন করে তোলা হচ্ছে। আমরা রাজ্য সরকারের এই একতরফা আক্রমনের তীব্র বিরোধিতা করি এবং উপযুক্ত ও দীর্ঘস্থায়ী পুনর্বাসন ছাড়া উচ্ছেদ অভিযান বন্ধ রাখার দাবি জানাই। একইভাবে কেন্দ্রের এনডিএ সরকার রেল স্টেশন ও সংলগ্ন এলাকাগুলি থেকে হকারদের উচ্ছেদ করে আইআরসিটিসি বা অন্য কর্পোরেট সংস্থাদের ডেকে আনছে এমন কি রেল হকারকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে রেল পুলিশের হত্যার ঘটনা ঘটছে । আমরা কেন্দ্রীয় সরকারের গরীবদের রুটিরুজি ছিনিয়ে নেওয়ায় তীব্র প্রতিবাদ জানাই। উচ্ছেদ চললে রাজ্যের সর্বত্র এর বিরোধিতায় সিপিআইএমএল বিক্ষোভ-প্রতিরোধে সামিল হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

অন্যদিকে নিট ও ইউজিসি-নেট পরীক্ষায় ব্যাপকতম দুর্নীতির বিরুদ্ধে জুলাই মাসের প্রথম সপ্তাহে সল্টলেকে ইউজিসি দপ্তরের সামনে ছাত্র সংগঠন আইসা-র পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শিত হবে বলেও এদিন জানানো হয়েছে লিবারেশনের পক্ষ থেকে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
উপনির্বাচনে বাম-কংগ্রেস জোটকে সমর্থন করার ডাক দিল নকশালরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল