TRENDING:

West Bengal Election Results 2021: ভোটের ফলে পিছিয়ে বামেদের তরুণ ব্রিগেড, নিরাশ করবে দীপ্সিতা-ঐশী-সৃজনরা?

Last Updated:

২০২১ বিধানসভা নির্বাচনে বামেরা ছুৎমার্গ কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়াতে তরুণ মুখ একেবারে সারিতে নিয়ে এলেও নির্বাচনের ফলাফলে এখনও তার কোনও প্রতিফলন দেখা যাচ্ছেন না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতাঃ কেরলে লাল ঝড় উঠলেও, বাংলায় পিছিয়ে বামেরা। ২০২১ বিধানসভা নির্বাচনে বামেরা ছুৎমার্গ কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়াতে তরুণ মুখ একেবারে সারিতে নিয়ে এলেও নির্বাচনের ফলাফলে এখনও তার কোনও প্রতিফলন দেখা যাচ্ছেন না। এই মুহূর্তে যা ট্রেন্ড, তাতে পিছিয়ে বামেদের তরুণ ব্রিগেড। বালিতে পিছিয়ে দীপ্সিতা ধর, সিপিএমের গড় হিসেবে পরিচিত জামুরিয়াতে পিছিয়ে ঐশী ঘোষ, সিঙ্গুরে পিছিয়ে সৃজন ভট্টাচার্য।
ভোটের ফলে পিছিয়ে বামেদের তরুণ ব্রিগেড।
ভোটের ফলে পিছিয়ে বামেদের তরুণ ব্রিগেড।
advertisement

ভোট গণনা শুরু হতেই তৃণমূল এবং বিজেপি-র দাপটে রীতিমতো কোণঠাসা সিপিএম-সহ সংযুক্ত মোর্চার প্রার্থীরা৷ কিন্তু সিপিএমের কাছে আরও খারাপ খবর হল, গণনা শুরু হতেই পিছিয়ে পড়েছেন একাধিক জনপ্রিয় মুখ৷ নন্দীগ্রাম কেন্দ্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারির সঙ্গে, যার নাম সমানে চর্চা হয়েছে, সেই মিনাক্ষী মুখোপাধ্যায় পিছিয়ে রয়েছেন। পিছিয়ে রয়েছে কসবার মোর্চা প্রার্থী শতরূপ ঘোষ, তাঁর বিপরীতে রয়েছেন তৃণমূলের পোড় খাওয়া নেতা জাভেদ খান। পিছিয়ে রয়েছেন টালিগঞ্জের সিপিএম প্রার্থী অভিনেতা দেবদূত ঘোষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এ দিকে, প্রথম রাউন্ডের গণনার পর যা খবর, তাতে যাদবপুর কেন্দ্র থেকে পিছিয়ে পড়েছেন সিপিএমের সুজন চক্রবর্তী৷ শিলিগুড়ি কেন্দ্রে পিছিয়ে সিপিএম নেতা অশোক ভট্টাচার্য৷ সেখানে এগিয়ে রয়েছেন বিজেপি-র শঙ্কর ঘোষ৷ রায়দিঘি কেন্দ্র থেকেও পিছিয়ে পড়েছেন কান্তি গঙ্গোপাধ্যায়৷ সেখানে এগিয়ে তৃণমূল৷ চণ্ডীতলা কেন্দ্র থেকে পিছিয়ে পড়েছেন দলের আর এক গুরুত্বপূর্ণ নেতা মহম্মদ সেলিম৷ এই কেন্দ্রে এগিয়ে তৃণমূলের স্বাতী খন্দকার৷ দলের আর এক বর্তমান বিধায়ক দমদম উত্তর কেন্দ্রের প্রার্থী তন্ময় ভট্টাচার্যও পিছিয়ে পড়েছেন৷ পিছিয়ে পড়েছেন আর এক প্রবীণ কংগ্রেস নেতা আব্দুল মান্নানও৷ হুগলির চাঁপদানি কেন্দ্র থেকে পিছিয়ে তিনি৷ গতবার এই কেন্দ্র থেকেই জিতেছিলেন তিনি৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Election Results 2021: ভোটের ফলে পিছিয়ে বামেদের তরুণ ব্রিগেড, নিরাশ করবে দীপ্সিতা-ঐশী-সৃজনরা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল