তবে এর মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দিদিকে বলো’র পাল্টা প্রচার শুরু করে দিল সিপিআইএমের সোশ্যাল মিডিয়া সেল। আর সেই পাল্টা প্রচারের নাম দেওয়া হয়েছে,‘দিদিকেই বলছি’৷ আর সোশ্যাল মিডিয়ায় তোলা হয়েছে বেশ কয়েকটি প্রশ্নও ৷ যে প্রশ্নগুলি তোলা হয়েছে তা হল-
♦ বছরে দু লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতির কী হল? এসএসসি থেকে টেট- লিস্টে নাম উঠেছে মন্ত্রী-কন্যা থেকে তৃণমূল নেতাদের আত্মীয়স্বজনদের। সাধারণ বেকারদের কাজ কোথায় দিদি?
advertisement
♦ আদালত থেকে রাজ্যপাল, সবার গলাতেই আইন-শৃঙ্খলা নিয়ে এমন উদ্বোগ কেন? কেন পুলিশকে টেবিলের তলায় লুকোতে হয়? কেন এত রাজনৈতিক হিংসা বাংলায়?
♦ মিড ডে মিল থেকে ১০০ দিনের কাজ—সবেতেই কাটমানি। আপনি বলেছিলেন ৭৫ শতাংশ দলকে দিয়ে ২৫ শতাংশ নিতে। এখন কেন কাটমানি নিয়ে এত কথা আপনার মুখে?
♦ দিদি, আপনি কি সত্যিই ২০১৩-র পয়লা বৈশাখের আগে সারদার কথা জানতেন না? ২০১২ সালে কালিম্পঙের ডেলোতে সারদা কর্তা সুদীপ্ত সেন আর রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর সঙ্গে বৈঠক করেননি?
♦ আপনি যখন রাজ্যের দায়িত্বভার পেয়েছিলেন সেই ২০১১ সালে রাজ্য সরকারের ঋণভারের পরিমাণ ছিল ১লক্ষ ৯২হাজার কোটি টাকা। সেই ঋণভারই ২০১৯-২০’র মাঝামাঝিতেই এসে দাঁড়ালো ৩ লক্ষ ৯৫ হাজার কোটি টাকা! কীভাবে? কেন?
♦ মানুষের টাকা লুঠে নেওয়া চিটফান্ডের কর্তারা ছাড়া আপনার আঁকা ছবি আর কেউ কেনেননি কেন দিদি?
♦ একুশের সমাবেশে আপনি বললেন গণতন্ত্র ফিরিয়ে দিতে। বাংলায় গণতন্ত্র ফেরানোর দায়িত্ব কার দিদি? বাংলার পুলিশমন্ত্রী কে?
♦ আপনি বলছেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে? কী করে আপনার জমানাতেই বাংলায় আরএসএস-এর এত শাখা বাড়ল?
♦ গত আট বছরে এরাজ্যে ধুলাগড় থেকে কাঁকিনাড়া, আসানসোল থেকে বসিরহাট-সর্বত্র সাম্প্রদায়িক সংঘর্ষে কেন বিজেপি’র পাশাপাশি আপনাদের দলের বাহিনীর বিরুদ্ধে হানাহানিতে যুক্ত থাকার অভিযোগ?
♦ ২০১৬ তে নারদা ফুটেজ প্রকাশের পর দিদি আপনি বলেছিলেন, ‘আগে জানলে প্রার্থী করতাম না।’ উনিশের ভোটে তাঁদেরই (সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, অপরূপা পোদ্দার সহ অন্যান্য) প্রার্থী করলেন কেন?