সিপিআইএম-এর নয়া রাজ্য সম্পাদকমন্ডলী, নতুন মুখ মীনাক্ষী ও সৈয়দ হোসেন
মীনাক্ষী ও পূর্ব বর্ধমানের জেলা সম্পাদক সৈয়দ হোসেন এবারের রাজ্য সম্পাদকমণ্ডলীতে নতুন মুখ। যুব সংগঠন ছাড়ার আগেই মীনাক্ষী মুখোপাধ্যায়কে রাজ্য সম্পাদকমণ্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়। সম্প্রতি সিপিআইএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তামিলনাড়ুর মাদুরাইতে সিপিআইএম-এর ২৪তম পার্টি কংগ্রেসের শেষ দিনে গঠিত হয় সিপিআইএম-এর পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটি। বাংলা থেকে যে ৫ নতুন মুখ সিপিআইএম-এর কেন্দ্রীয় কমিটিতে স্থান পান, তাঁদের মধ্যে ছিলেন মীনাক্ষীও। এবার পশ্চিমবঙ্গ সিপিআইএমের নবনির্বাচিত রাজ্য কমিটির সম্পাদকমণ্ডলীতেও তিনি।
advertisement
পার্টি কংগ্রেস থেকে সৈয়দকেও কেন্দ্রীয় কমিটির সদস্য করেছিল সিপিআইএম। বয়সের কারণে রাজ্য কমিটি থেকে বাদ পড়েছিলেন বাঁকুড়ার নেতা অমিয় পাত্র এবং উত্তরবঙ্গের নেতা জীবেশ সরকার। তাঁদের জায়গায় রাজ্য সম্পাদকমণ্ডলীতে এলেন মীনাক্ষী এবং সৈয়দ।