TRENDING:

Cpim: পঞ্চায়েত নিয়ে বিরাট দাবি সূর্যকান্ত মিশ্রের! তুললেন দুর্নীতিতে 'মাথা'র কথাও!

Last Updated:

Cpim: শুক্রবার বোলপুরে একটি বেসরকারি হোটেলে দলীয় নেতা-কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন করে সিপিআইএম৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: "পঞ্চায়েত ভোটে সব জায়গায় প্রার্থী দেব, বুথস্তর পর্যন্ত লড়াই করব।" বললেন সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র৷ পাশাপাশি, গরুপাচার মামলার তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, "সিবিআই-ইডি কানে হাত বোলাচ্ছে, মাথায় এখনও হাত দেয়নি৷
সূর্যকান্তর বিস্ফোরক দাবি
সূর্যকান্তর বিস্ফোরক দাবি
advertisement

শুক্রবার বোলপুরে একটি বেসরকারি হোটেলে দলীয় নেতা-কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন করে সিপিআইএম৷ ছিলেন, সিপিআইএমের রাজ্য নেতা সূর্যকান্ত মিশ্র, জেলা সম্পাদক গৌতম ঘোষ।

আরও পড়ুন: সোমবার যাচ্ছে মেয়ে, দিল্লিতে বসে শুক্রবারই 'খেলা' ঘোরাতে পারেন অনুব্রত! কী প্ল্যান তৃণমূল নেতার?

কর্মী সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, "গরুপাচার মামলায় সিবিআই-ইডি কান টানছে না৷ কানটা টানলে মাথাটা আসবে। মাথায় এখনও হাত দেয়নি৷ সবাই জানে মাথাটা কালিঘাট, হরিশ্চন্দ্র স্ট্রিটে আছে।"

advertisement

আরও পড়ুন: এবার বিশ্ব বাংলা লোগোও নকল! আর তা করেই যা চলছে বাংলায়, শুনলে পায়ের তলার মাটি সরে যাবে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তিনি আরও বলেন, "পার্লামেন্টে যা প্রতিবাদ হয়েছে আমরা সব বিরোধী দল মিলে প্রতিবাদ করেছি৷ তৃণমূল ছাড়া সবাই ছিল৷" পঞ্চায়েতে কি সব জায়গায় প্রার্থী দিতে পারবেন? প্রশ্নে সূর্যকান্ত মিশ্র বলেন, "অবশ্যই সব জায়গায় প্রার্থী দেব৷ অনেক জায়গায় প্রার্থী ঠিকই হয়ে গিয়েছে। দলে একটা নির্দেশিকাও দিয়েছি। প্রার্থী দেওয়াটা কোনও ব্যাপার নয়৷ বুথ পর্যন্ত ভোটের দিন পর্যন্ত লড়াই করব।"

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Cpim: পঞ্চায়েত নিয়ে বিরাট দাবি সূর্যকান্ত মিশ্রের! তুললেন দুর্নীতিতে 'মাথা'র কথাও!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল