শুক্রবার বোলপুরে একটি বেসরকারি হোটেলে দলীয় নেতা-কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন করে সিপিআইএম৷ ছিলেন, সিপিআইএমের রাজ্য নেতা সূর্যকান্ত মিশ্র, জেলা সম্পাদক গৌতম ঘোষ।
আরও পড়ুন: সোমবার যাচ্ছে মেয়ে, দিল্লিতে বসে শুক্রবারই 'খেলা' ঘোরাতে পারেন অনুব্রত! কী প্ল্যান তৃণমূল নেতার?
কর্মী সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, "গরুপাচার মামলায় সিবিআই-ইডি কান টানছে না৷ কানটা টানলে মাথাটা আসবে। মাথায় এখনও হাত দেয়নি৷ সবাই জানে মাথাটা কালিঘাট, হরিশ্চন্দ্র স্ট্রিটে আছে।"
advertisement
আরও পড়ুন: এবার বিশ্ব বাংলা লোগোও নকল! আর তা করেই যা চলছে বাংলায়, শুনলে পায়ের তলার মাটি সরে যাবে
তিনি আরও বলেন, "পার্লামেন্টে যা প্রতিবাদ হয়েছে আমরা সব বিরোধী দল মিলে প্রতিবাদ করেছি৷ তৃণমূল ছাড়া সবাই ছিল৷" পঞ্চায়েতে কি সব জায়গায় প্রার্থী দিতে পারবেন? প্রশ্নে সূর্যকান্ত মিশ্র বলেন, "অবশ্যই সব জায়গায় প্রার্থী দেব৷ অনেক জায়গায় প্রার্থী ঠিকই হয়ে গিয়েছে। দলে একটা নির্দেশিকাও দিয়েছি। প্রার্থী দেওয়াটা কোনও ব্যাপার নয়৷ বুথ পর্যন্ত ভোটের দিন পর্যন্ত লড়াই করব।"