TRENDING:

CPIM | Kunal Ghosh: 'এটি ক্রিমিনাল কেস', প্রবল চাপে পড়লেন শতরূপ-বিমান-সেলিম! আরও বড় হুঁশিয়ারি কুণালের

Last Updated:

CPIM | Kunal Ghosh: সিপিএমের হোলটাইমার পরিচয় দিলেও বাবার টাকায় শতরূপ ঘোষের ২২ লাখ টাকার গাড়ি কেনা নিয়ে নীতিগত প্রশ্ন তুলেছিলেন কুণাল। তার জবাবে আলিমুদ্দিন স্ট্রিটের পার্টি রাজ্য দফতরে বসেই কুণালকে বাবা তুলে আক্রমণ করেন শতরূপ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শতরূপ ঘোষ, বিমান বসু, মহম্মদ সেলিমের বিরুদ্ধে কুণাল ঘোষের মানহানির মামলা বিচারযোগ্য বলে গ্রহণ করল আদালত। এটি ক্রিমিনাল কেস। বুধবার শুনানির পর এই মর্মে নির্দেশ দিয়েছেন কলকাতার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। কুণাল নিয়মমতো হুইল চেয়ারে উপস্থিত ছিলেন এজলাসে। তাঁর হয়ে সওয়াল করেন আইনজীবী অয়ন চক্রবর্তী।
চাপে শতরূপ-বিমান-সেলিমরা
চাপে শতরূপ-বিমান-সেলিমরা
advertisement

সিপিএমের হোলটাইমার পরিচয় দিলেও বাবার টাকায় শতরূপ ঘোষের ২২ লাখ টাকার গাড়ি কেনা নিয়ে নীতিগত প্রশ্ন তুলেছিলেন কুণাল। তার জবাবে আলিমুদ্দিন স্ট্রিটের পার্টি রাজ্য দফতরে বসেই কুণালকে বাবা তুলে আক্রমণ করেন শতরূপ। কখনও তিনি কুণালকে টেস্ট টিউব বেবি বলেন, কখনও বলেন, কুণালের বাবার বেনামি সন্তান আছে।

advertisement

আরও পড়ুন: বিরাট খবর! প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে বড় নির্দেশ, লাখো পরীক্ষার্থীর জানা জরুরি

আদালতে আইনজীবী অয়ন চক্রবর্তী বলেন, "এই কুৎসা পার্টি অফিসে বসে হয়েছে। তাই এর দায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে নিতে হবে। তাঁরা পরে এসব কথার নিন্দা করেননি, উল্টে সেলিম খোলাখুলি সমর্থন করেছেন শতরূপকে। ফলে এঁদের ক্ষেত্রেও ধারাগুলি প্রযোজ্য। পুরো শুনানির পর বিচারক মামলাটি গ্রহণ করে বিচারযোগ্য বলে রায় দেন। এই মামলার পরবর্তী শুনানি চলবে ১৯ নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ঘরে।

advertisement

আরও পড়ুন: টমেটো ফল নাকি সবজি? কী ভাবছেন? আসল উত্তর জানলে চোখ কপালে উঠবে নিশ্চিত

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

পরে কুণাল বলে," মামলা তো চলবেই। এরপর আরেকটা মামলা করব। কিন্তু সেই সঙ্গে আমার প্রশ্ন বিমান বসু, সেলিম, বিকাশ ভট্টাচার্যদের কাছে। রাজনীতির তর্কে কারোও বাবা তুলে আক্রমণ, টেস্ট টিউব বেবির মতো বিজ্ঞানের অগ্রগতিকে অপমান তাঁরা সমর্থন করলেন কেন?" কুণালের মন্তব্য," অনিল বিশ্বাস বেঁচে থাকলে এই ধরণের ঔদ্ধত্য ও কুৎসিত কথাবার্তার নিন্দা করতেন। এসব চলতে দিতেন না। রাজনীতিতে তর্ক, আক্রমণ থাকবে, কিন্তু সিপিএম অফিসে বসে বাবা তুলে কুৎসার সংস্কৃতি বিমানদা, সেলিমদা প্রশ্রয় দিচ্ছেন।"

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
CPIM | Kunal Ghosh: 'এটি ক্রিমিনাল কেস', প্রবল চাপে পড়লেন শতরূপ-বিমান-সেলিম! আরও বড় হুঁশিয়ারি কুণালের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল