শুক্রবার থেকে শুরু হয়েছে কেন্দ্রীয় কমিটির এই বৈঠক। প্রথম দিন বক্তা ছিলেন ৩৭ জন। এই বৈঠকে নজিরবিহীন ফলের জন্য কেরলের ভাগ্যে যেমন পুরস্কার জুটেছে তেমনই তিরস্কার জুটেছে বাংলার। বঙ্গ সিপিএম-এর মত সংখ্যালঘু লাইন মেনেই সব হয়েছে বাংলায়।
এক রাজ্য নেতার কথায়, সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির বৈঠক বঙ্গ সিপিএমকে কোনঠাসা করা হল। প্রশ্ন করা হল কেন কংগ্রেসের সঙ্গে জোট। সূত্রের খবর, দলের একটা বড় অংশ এখন মনে করছে এই জোটই রাজ্য থেকে সিপিএমকে শূন্য করল। কেরালা,তামিলনাড়ুর প্রতিনিধিদের তরফে কোনও রাখঢাক না রেখেই এই কথা বলা হয়েছে।
advertisement
২০১৮ সালের পার্টি কংগ্রেসে বলা হয়, বিজেপির বিরুদ্ধে সব ধর্মনিরপেক্ষ শক্তিকে এক করে লড়াই করতে হবে। তাই কংগ্রেসকে সঙ্গে নেওয়া হয়। এই যুক্তি সামনে রেখে পাল্টা সাওয়াল করেন রামচন্দ্র ডোম, রবীন দেব, আভাস রায়চৌধুরীরা।
কেন্দ্রীয় কমিটির নেতাদের পাল্টা কটাক্ষ, রাজ্যের নেতারা অতিরিক্ত উদ্যোগ নিয়েছে,তা ফলাফলে স্পষ্ট। রাজ্যের প্রতিনিধিদের অনেকে আবার বলছেন রাজ্যে সিপিএম হারলো বৃহত্তর বাম ঐক্য ও বাম শক্তিকে একজোটে করতে না পেরে। এই ভাবনাতেই অটল থাকা উচিত ছিল বলে মত অন্য রাজ্যে প্রতিনিধিদের। উল্লেখ্য ৬-৮ অগাস্ট চলবে সিপিএম কেন্দ্রীয় কমিটির বৈঠক।
