TRENDING:

KMC Elections 2021: CCTV থেকে অফিসারদের ডাইরি, বুথ-রহস্য নিয়ে আদালতে একজোট CPIM-BJP!

Last Updated:

KMC Elections 2021: এদিনের শুনানিতে BJP ও CPIM-এর তরফ থেকে EVM এবং পোলিং এজেন্টদের ডাইরি, প্রিসাইডিং অফিসারদের ডাইরিও সংরক্ষণ করার দাবি জানানো হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কলকাতা পুরভোটে (KMC Election 2021) সন্ত্রাসের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি (Bengal BJP)। তাঁদের সঙ্গী হয়েছে CPIM-ও। অর্থাৎ, পুরভোটে সন্ত্রাসের অভিযোগে আদালতের দ্বারস্থ সিপিআইএম-বিজেপি দুই দল। আর এদিন কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) ওই মামলার শুনানিতে বিজেপি ও সিপিআইএম-এর তরফ থেকে প্রায় একই ধরনের অভিযোগ তোলা হয়। বিজেপি ও সিপিআইএম-এর দাবি, ১৯ ডিসেম্বর, ভোটের দিন সব বুথের CCTV ফুটেজ সংরক্ষণ এবং কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে পরীক্ষা(অডিট)করানো হোক। নিরপেক্ষ সংস্থাকে দিয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রতি বুথের আসল চিত্র সামনে আনা হোক।
একজোট বাম-বিজেপি
একজোট বাম-বিজেপি
advertisement

শুধু তাই নয়, বিজেপি আরও অভিযোগ করেছেন, কোন কোন বুথের EVM এ কোনও নোটা (Nota)-র বোতাম ছিল না। প্রচুর বুথে বিজেপি একটিও ভোট পায়নি। এটা সম্ভব না, দাবি গেরুয়া শিবিরের।

এদিনের শুনানিতে BJP ও CPIM-এর তরফ থেকে EVM এবং পোলিং এজেন্টদের ডাইরি, প্রিসাইডিং অফিসারদের ডাইরিও সংরক্ষণ করার দাবি জানানো হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে সব বুথের সিসিটিভি ফুটেজ হাইকোর্টের জিম্মায় আনতে আবেদন করেছে সিপিএম ও বিজেপি। সিপিআইএম-এর আরও অভিযোগ, সিপিএম প্রার্থী আক্রান্ত হলেও কমিশন পদক্ষেপ করেনি। একটি বুথে তৃণমূল ১০০৯ ভোট আর বিরোধীরা শূন্য, কীভাবে এটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।

advertisement

আরও পড়ুন: দলনেতা ফিরহাদ, ডেপুটি অতীন, কলকাতার নতুন মেয়র পারিষদ হলেন যাঁরা...

যদিও এদিন দলের নবনির্বাচিত কাউন্সিলরদের নিয়ে বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''এত শান্তিপূর্ণ ভোট সারা দেশে কেউ করতে পারবে না। পুলিশ ভালো কাজ করেছে। কলকাতা পুলিশ ও রাজ্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ। কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে ভোট করেও ১৬ জন আমাদের কর্মী মারা যায়। কিন্তু এবার তেমন কোন ঘটনাই ঘটেনি।''

advertisement

আরও পড়ুন: মেয়র সেই ফিরহাদ, চেয়ারম্যান মালা রায়! কলকাতায় পুরনোতেই আস্থা মমতার

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

কলকাতা পুরসভা (KMC Election 2021) নির্বাচনে সন্ত্রাস থেকে ভোট লুঠের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। যদিও রবিবার, ভোটের দিন কলকাতায় বিক্ষিপ্ত অশান্তি হলেও ভোট শান্তিপূর্ণ বলেই জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার রাতে কমিশনের দফতরে গিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, গোটা কলকাতাতেই পুনর্নির্বাচন করতে হবে। কিন্তু কলকাতায় যে আর পুনর্নির্বাচন হবে না, সোমবারই তা স্পষ্ট করে দেয় রাজ্য নির্বাচন কমিশন। কারণ কমিশনের মতে, দু’‌একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কলকাতার ভোট মোটের উপর শান্তিপূর্ণ। কলকাতা পুলিশের ভূমিকার প্রশংসাও করা হয়েছিল কমিশনের তরফে। আদালতে যদিও একজোট হয়ে সিপিআইএম ও বিজেপি লড়াই শুরু করল কলকাতার পুরভোট নিয়ে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
KMC Elections 2021: CCTV থেকে অফিসারদের ডাইরি, বুথ-রহস্য নিয়ে আদালতে একজোট CPIM-BJP!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল