গরুপাচার মামলায় ধৃত বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে ‘গাঁজা কেসে’ ফাঁসানোর হুমকি চিঠি পেয়েছেন বলে অভিযোগ করেছেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। সিবিআইয়ের তরফে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি এন ভি রমণাকে আজ এই বিষয়টি জানানো হয়েছে।
আরও পড়ুন: পড়ুয়াদের 'প্রকৃত শিক্ষা' দেওয়াই একমাত্র লক্ষ্য! জাতীয় শিক্ষক সম্মান বাঁকুড়ার শিক্ষককে
advertisement
সুপ্রিম কোর্টের আইনজীবী কবির শঙ্কর বসু-সহ তিন আইনজীবী প্রধান বিচারপতি সঙ্গে দেখা করে ঘটনার প্রতিবাদ জানান। এভাবে বিচারককে হুমকি চিঠি দেওয়ায় দেশের বিচার ব্যবস্থাকে আঘাত করা হয়েছে বলেই দাবি আইনজীবীদের।
আরও পড়ুন: ইডি-কে 'বিশেষ ক্ষমতা', কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট
বিশেষ সিবিআই বিচারক সোমবার জেলা বিচারককে একটি চিঠি লেখেন যাতে অভিযোগ করা হয় যে তিনি অনুব্রত মণ্ডলকে জামিনে মুক্তি দেওয়ার জন্য চাপ দেওয়া একটি হুমকি চিঠি পেয়েছেন। বিচারক তার চিঠিতে উল্লেখ করেছেন যে তাঁকে জনৈক বাপ্পা চট্টোপাধ্যায়ের দ্বারা হুমকি দেওয়া হয়েছে যিনি দাবি করেছেন যে অনুব্রত মণ্ডলকে মুক্তি না দিলে বিচারকের পরিবারের সদস্যদের এনডিপিএস মামলায় জড়ানো হবে।