সিআইডি-র হাতে গ্রেফতার জেনারুলের থেকেই এই সাগরদিঘির মিডলম্যানের নাম পাওয়া যায়। ২০১৯ সালে বিএসএফের খোয়ারে আনক্লেইমড গরু পাচারের ঘটনায় যুক্ত। সেই ঘটনায় আজ জিজ্ঞাসাবাদের জন্য তলব সিআইডি-র। বীরভূম থেকে আসার গরু সাগরদিঘি হাটে নিয়ে আসত এবং এরপর সেখান থেকে বাংলাদেশে পাচার হত।
আরও পড়ুন: রুচল না তিহাড়ের রুটি, ওষুধ নিয়েও সমস্যা! প্রথম রাতেই বেকায়দায় কেষ্ট
advertisement
গরু পাচার কাণ্ড নিয়ে এখন রাজ্য–রাজনীতি সরগরম। সিবিআই গ্রেফতার করেছিল অনুব্রত মণ্ডলকে, এরপর তাঁকে হেফাজতে নিয়ে দিল্লি নিয়ে যায় ইডি। বর্তমানে তিনি তিহাড় জেলে রয়েছেন। এরই মাঝে সিআইডি গ্রেফতার করে এনামুল ঘনিষ্ঠ জেনারুল শেখকে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাঁকে। এই রঘুনাথগঞ্জেই জেনারুল শেখের বাড়ি।
আরও পড়ুন: পড়াশোনায় মেধাবী, ইঞ্জিনিয়ারিংও পাশ করেছে, তাঁর মেয়ে সম্পূর্ণ নির্দোষ, দাবি শ্বেতা চক্রবর্তীর বাবার
কে এই জেনারুল শেখ? সিআইডি সূত্রে খবর, এই জেনারুল শেখ ভারত–বাংলাদেশ সীমান্ত এলাকায় গরুপাচার করত। এমনকী ওই সীমান্ত বিএসএফের একাংশের সহযোগিতায় ওই গরুগুলিকে পাচার করা হতো। আর এই কাজে এনামুলের সঙ্গে জেনারুলের যোগসূত্র ছিল। আর সেখান থেকে বিপুল পরিমাণ টাকা রোজগার করত এই জেনারুল শেখ। সেই জেনারুলকে জিজ্ঞাসাবাদ করেই শেখ সাদিকুলের খোঁজ পায় সিআইডি।