অন্যদিকে, হাজরার চিত্তরঞ্জন সেবা সদনে-র এমারজেন্সি অর্থাৎ জরুরি বিভাগ ছাড়া বাকি সমস্ত পরিষেবা বন্ধ। দু' জন চিকিৎসক ছাড়া বাকি সব চিকিৎসক করোনায় আক্রান্ত। এছাড়া, প্রিন্সিপাল সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপারদের মধ্যে সিংহভাগই মারণভাইরাসের কবলে কাবু! বেশিরভাগ মেডিক্যাল ল্যাব টেকনিশিয়ানরাও কোভিড পজিটিভ। ৩০ জনের ওপর নার্সও করোনা আক্রান্ত।
কলকাতায় ভয়াবহ পরিস্থিতি করোনার! আক্রান্তের সংখ্যা বাড়ছে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগেও। ভবিষ্যতের পরিষেবা নিয়ে উদ্বিগ্ন পুরসভা কর্তারা। চিকিৎসক ও নার্স মিলিয়ে ৬০ জন করোনা আক্রান্ত, এছাড়াও মারণ ভাইরাসে কাবু বহু স্বাস্থ্যকর্মী। মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক হোম আইসোলেশনে। স্বাস্থ্যকর্মীর অভাবে কলকাতা পুরসভার করোনা পরীক্ষা কেন্দ্র কমাতে বাধ্য হতে পারে কর্তৃপক্ষ। শুক্রবার এমনই ইঙ্গিত দিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ।
advertisement