TRENDING:

Covaxin: কলকাতায় বন্ধ কোভ্যাকসিন টিকাকরণ! বহুদূর থেকেও এসে ফিরে যেতে হল অনেককেই

Last Updated:

কলকাতা পুরসভার ভাঁড়ারে শূন্য কোভ্যাকসিন টিকা। পুরসভার সমস্ত স্বাস্থ্য কেন্দ্র এবং মেগা সেন্টারে কোভ্যাকসিন টিকাকরণ বন্ধ থাকল বৃহস্পতিবার দিনভর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কলকাতা পুরসভার ভাঁড়ারে শূন্য কোভ্যাকসিন টিকা। পুরসভার সমস্ত স্বাস্থ্য কেন্দ্র এবং মেগা সেন্টারে কোভ্যাকসিন টিকাকরণ বন্ধ থাকল বৃহস্পতিবার দিনভর। পুরসভার সব স্বাস্থ্যকেন্দ্রেই কোভিশিল্ড টিকা চলেছে যথা নিয়মে।
advertisement

কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য এবং পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা অতীন ঘোষ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে জানান কোভ্যাকসিন টিকাকরণ বন্ধ থাকার কথা। পুরসভার স্টকে কোভ্যাকসিন আর নেই। তাই পুরসভার ৩৯টি স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রতিদিন যে কোভ্যাকসিন টিকা দেওয়া হয় তার প্রথম ও দ্বিতীয় কোনো ডোজই শুক্রবার দেওয়া হবে না। কেন্দ্রীয় সরকার টিকা না পাঠালে আপাতত বন্ধ থাকবে এই টিকা কেন্দ্রগুলি।

advertisement

পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলির সঙ্গে নিউমার্কেটের পুরসভার প্রধান কার্যালয়ের পাশে রক্সি সিনেমা হলে মেগা সেন্টার করা হয়েছিল কোভ্যাকসিন টিকার জন্য। অতীন ঘোষ জানিয়ে দেন সেই মেগা সেন্টারেও টিকা দেওয়ার কাজ বন্ধ থাকবে। শুক্রবার সকালে কলকাতা পুরসভার ধর্মতলা সেন্টারে গিয়ে দেখা গেল অনেকেই টিকা নিতে এসে ফিরে যাচ্ছেন। কেউ কেউ আবার রক্সি সিনেমা হলের মেগা সেন্টারে এসে মেসেজ পেয়েছেন। আবার অনেকেই পথে আসতে আসতে মেসেজ পেয়েছেন যে ২৩ জুলাই এর পরিবর্তে তাঁদের টিকা দেওয়ার কর্মসূচি রিশিডিউল হয়েছে ২৭ জুলাই।

advertisement

হাওড়া বড়গাছিয়া থেকে হৃদরোগী ৭২ বছরের মিনতি সামন্ত এসেছিলেন কোভ্যাকসিনের টিকা নিতে। ৪০ কিলোমিটার দূর থেকে গাড়ি ভাড়া করে এসেছিলেন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেবেন বলে। ১৫ জুন নিয়েছিলেন প্রথম ডোজ। সেই মতো ২৭ জুলাই তাঁর দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার শেষ দিন। ভেবেছিলেন তাঁর আগেই টিকা নেবেন। কিন্তু রিশিউডিউল হওয়ায় সেই শেষ দিনেই টিকা নিতে হবে তাঁকে।

advertisement

স্ত্রীকে নিয়ে বাটানগর থেকে বাইক চালিয়ে কলকাতা পুরসভার কাছে রক্সি সিনেমা হলের মেগা সেন্টারে ভ্যাকসিন এর দ্বিতীয় টিকা নিতে এসেছিলেন প্রাক্তন সেনা কর্মী। ২২ কিলোমিটার বাইক চালিয়ে এসে শেষ পর্যন্ত হতাশ হয়েছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! দীপান্বিতা অমাবস্যায় জগন্নাথ-বড়মা মিলেমিশে একাকার
আরও দেখুন

BISWAJIT SAHA

বাংলা খবর/ খবর/কলকাতা/
Covaxin: কলকাতায় বন্ধ কোভ্যাকসিন টিকাকরণ! বহুদূর থেকেও এসে ফিরে যেতে হল অনেককেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল