TRENDING:

Jibankrishna Saha | CBI: জিজ্ঞাসাবাদের সময় নাকি কেঁদেই ভাসালেন জীবনকৃষ্ণ সাহা! ২১ এপ্রিল পর্যন্ত সিবিআই হেফাজতে বড়ঞাঁর বিধায়ক

Last Updated:

দুপক্ষের সওয়াল শেষে এদিন সিবিআইয়ের আর্জি মতো জীবনকৃষ্ণকে ২১ এপ্রিল পর্যন্ত তাঁদের হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত৷ তবে Cbi হেফাজতে বাড়ির লোক স্ত্রীকে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সেই শুক্রবার থেকে শুরু টানাপড়েন। পুকুরে মোবাইল ফেলে দেওয়া। তারপর মোবাইল উদ্ধারে পুকুরের জল ছেঁচে জেসিবি নামানো। একে একে দুটি মোবাইল উদ্ধার। আর তারপর ৬৫ ঘণ্টা তল্লাশি, জেরার পরে অবশেষে সিবিআই-এর হাতে গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা। শোনা গিয়েছে, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ চলাকালীন নাকি অঝোর ঝরে কেঁদে ফেলেছিলেন মুর্শিদাবাদের বড়ঞাঁর তৃণমূল বিধায়ক।
advertisement

সোমবার জীবনকৃষ্ণ সাহাকে তোলা হয় আলিপুরের বিশেষ সিবিআই আদালতে। সেখানে ধৃতকে ৪ দিনের হেফাজতের আর্জি জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অপর দিকে জীবনকৃষ্ণের আইনজীবী আদালতে দাবি করেন, তাঁর মক্কেল নির্দোষ, এই মামলায় জীবনকৃষ্ণকে ফাঁসানো হয়েছে। এছাড়া, আইনজীবী মারফত নিজের স্ত্রীয়ের সঙ্গেও দেখা করার জন্যেও অনুমতি চান জীবনকৃষ্ণ।

advertisement

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি নিয়ে ফের বিস্ফোরক ট্যুইট! শুভেন্দু অধিকারীর লম্বা তালিকায় কোন কোন নেতার নাম?

কিন্তু, মুর্শিদাবাদের বড়ঞাঁর বিধায়কের জামিনের আর্জির বিরোধিতা করে সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, ‘‘জীবনকৃষ্ণ বড়ঞাঁর mla, ক্যান্ডিডেটদের থেকে টাকা নিয়ে কোটি কোটি টাকা তুলেছে৷ এসএসসি জন্য অযোগ্যদের টাকার বিনিময়ে চাকরি দিয়েছে৷ omr শিট জালিয়াতি করে যোগ্য প্রার্থীদের প্রতারণা করেছে৷ দুটো মোবাইল তিনি ফেলে দিয়েছেন৷ ডিজিটাল এভিডেন্স নষ্ট করার চেষ্টা করেছেন৷’’ সিবিআইয়ের আইনজীবীর আরও দাবি, জীবনকৃষ্ণের বাড়ি থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত প্রচুর মূল্যবান নথি পাওয়া গিয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

দুপক্ষের সওয়াল শেষে এদিন সিবিআইয়ের আর্জি মতো জীবনকৃষ্ণকে ২১ এপ্রিল পর্যন্ত তাঁদের হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত৷ তবে Cbi হেফাজতে বাড়ির লোক স্ত্রীকে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Jibankrishna Saha | CBI: জিজ্ঞাসাবাদের সময় নাকি কেঁদেই ভাসালেন জীবনকৃষ্ণ সাহা! ২১ এপ্রিল পর্যন্ত সিবিআই হেফাজতে বড়ঞাঁর বিধায়ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল