বুধবার সকালেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে করোনাভাইরাস নিয়ে বিদেশী পড়ুয়াদের ওপর একাধিক বিধি-নিষেধ জারি করা হয়েছে। তারপরেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তরফেও একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হল। বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করোনাভাইরাস নিয়ে একটি বৈঠক করেন। পূর্ব ভারতে সবথেকে বেশি বিদেশী পড়ুয়া রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় পড়ে। চীন থেকে কোনও পড়ুয়া এই মুহূর্তে না থাকলেও জাপান, বাংলাদেশ-শ্রীলঙ্কা থেকে অনেক পড়ুয়া রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছে। বুধবারের বৈঠকে বিদেশি পড়ুয়াদের দেশ ছাড়ার অনুমতি আপাতত না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী জানিয়েছেন "প্রয়োজন ছাড়া কোনও পড়ুয়া তাদের নিজেদের দেশে যেতে পারবেন না।"
advertisement
অন্যদিকে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর করোনাভাইরাস নিয়ে সচেতনতা মূলক কর্মসূচি চালানোর জন্য নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকা মেনে স্কুলগুলি প্রচার কর্মসূচী চালাচ্ছে নাকি সে বিষয়ে প্রয়োজনীয় নজরদারি জেলা বিদ্যালয় পরিদর্শকবের করার কথা বলা হয়েছে। এদিকে বুধবার থেকেই কলকাতার কয়েকটি বেসরকারি নামকরা স্কুল করোনাভাইরাস নিয়ে সচেতনতা মূলক প্রচার কর্মসূচী শুরু করেছে বলেই জানা গিয়েছে।
SOMRAJ BANDOPADHYAY