TRENDING:

তৃতীয় ঢেউয়ের আশঙ্কা! ছোটদের জন্য সতর্ক হতে হবে বড়দের, বক্তব্য শিশু চিকিৎসকের

Last Updated:

ছোটদের সংক্রমণের হাত থেকে বাঁচাতে কী করতে হবে! কী কী সতর্কতা মেনে চলতে হবে! শুনুন ডাক্তারবাবু কী বলছেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: করোনার তৃতীয়ত ঢেউ থেকে ছোটদের আক্রান্ত হওয়া রোধ করা তখনই সম্ভব যখন বড়রা সাবধান হবেন, মত শিশু চিকিৎসক জয়দেব রায়ের। তাঁর মতে, করোনার প্রথম দুটি ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার খবরও কম নয়। ফলে প্রথম দু'বারের মতোই তৃতীয়বারও বাড়িতে সর্তকতা অবলম্বন করতে হবে।
advertisement

পরিসংখ্যান বলছে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শেষের পথে। কিন্তু তারপরও বিশেষজ্ঞরা শোনাচ্ছেন সতর্কতা বাণী। তাঁদের মতে, এই মারণ ভাইরাস নিজের পরিবর্তন ঘটিয়ে আসতে চলেছে তৃতীয় বারের জন্য। অর্থাৎ করোনার তৃতীয় ঢেউ। বিশেষজ্ঞদের আশঙ্কা তৃতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি আক্রান্ত হবে কমবয়সীরা। বিশেষ করে শিশুরা। তার মাঝেই কোলাঘাটে আটটি শিশুর করোনায় আক্রান্ত হওয়ার পর চারিদিকে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন, করোনার তৃতীয় ঢেউ শুরু হল বলে! কিন্তু বিশিষ্ট শিশু চিকিৎসক জয়দেব রায়ের বক্তব্য, এখন থেকেই এত চিন্তিত হওয়ার তেমন কোনও কারণ নেই। তাঁর মতে, যেহেতু শিশুরা এখনো টিকা পাইনি এবং আরও কিছু কারণে সকলে এই আশঙ্কা প্রকাশ করছে। তিনি বলেন, 'করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ে শিশুরা আক্রান্ত হয়েছে। তাই ছোটদের করোনায় আক্রান্ত হওয়া নতুন কিছু নয়।' কোলাঘাটের ঘটনা নিয়ে ডাক্তার রায়ের বক্তব্য, 'এটা নিছকই একটা ঘটনা। ওই বাচ্চা গুলোর বাড়ি আইসোলেট করে এখনই ব্যবস্থা নেওয়া উচিত তাহলে আর ছড়াবে না।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

কিন্তু তৃতীয় ঢেউয়ের প্রকোপ থেকে শিশুদের কি ভাবে দূরে রাখা সম্ভব হবে? তিনি বলেন, 'লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে বাচ্চারা বাড়িতেই আছে। স্কুল বন্ধ, কেউ যদি নাচ গান শিখতে যেত সেটাও বন্ধ। কিন্তু বড়রা অফিস আদালত না গেলেও বাজার হাট করতে বাইরে বেরিয়েছে। অতএব বাড়িতে করোনা বড়দের মাধ্যমেই ঢুকেছে।' ডাক্তার রায়ের এখানেই সতর্ক হওয়ার কথা বলেছেন। তার মতে, 'এই জায়গাতেই তৃতীয় ঢেউয়ের ক্ষেত্রে বড়দের সতর্ক হতে হবে।' একই সঙ্গে মাস্ক, স্যানিটাইজার ছোটরা ঠিক মতো ব্যবহার করছে কি না সেদিকে নজর দিতে হলে। তাহলে করোনার তৃতীয় ঢেউ থেকে শিশুদের দূরে রাখা সম্ভব হবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
তৃতীয় ঢেউয়ের আশঙ্কা! ছোটদের জন্য সতর্ক হতে হবে বড়দের, বক্তব্য শিশু চিকিৎসকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল