আরও পড়ুনঃ দেশে কোভিড আক্রান্তের সংখ্যা হাজার ছুঁল! মৃত্যু বেড়ে হল ৭! আরও ভয়াবহ হতে চলেছে কোভিডের কোপ?
আইসোলেশনে ৫৫ বছরের এক মহিলাও। গত ১৯ মে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। গত সাত দিনে এই নিয়ে রাজ্যে ১৮ জন করোনা আক্রান্তর হদিস মিলল। ভারতে অ্যাক্টিভ কোভিড আক্রান্তের সংখ্যা ১০০০ পেরোল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানানো হয়েছে আজ সকাল পর্যন্ত ভারতে অ্যাক্টিভ কোভিড আক্রান্তের সংখ্যা ১০০৯। সবচেয়ে বেশি অ্যাক্টিভ রোগী কেরলে (৪৩০), আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র (২০৯)। দিল্লিতে আক্রান্ত- ১০৪ জন।
advertisement
চলতি মরশুমে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে- ৭ জনের। যার মধ্যে মহারাষ্ট্রে ৪, কেরলে ২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৫ জন করোনা আক্রান্তের হদিস রাজ্যে। এখনও পর্যন্ত রাজ্যে ১৮ জন করোনা আক্রান্ত। কলকাতা মেডিক্যাল কলেজের স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে রক্ত পরীক্ষায় দুজনের করোনা পজিটিভ। একজন আউটডোরে আসে। আরেকজনের অন্য একটি হাসপাতাল থেকে রক্ত পরীক্ষার জন্য আসে।