দেশজুড়ে প্রতিদিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণ ঠেকাতে অস্ত্র একটাই- লকডাউন। আর তা মানতে সক্রিয় পুলিশ। উত্তর থেকে দক্ষিণ- রবিবার কলকাতার ছবিটা ছিল একই।
চারু মার্কেটে নাকা চেকিং। লকডাউন না মানায় কান ধরে ওঠবস করায় পুলিশ।
টালিগঞ্জ সার্কুলার রোডে তৎপর পুলিশ। সকাল ১০টা বাজতেই রাস্তার উপরে বসা অস্থায়ী বাজার তুলে দেয় পুলিশ। ঘড়িঘর ঢোকার মুখের রাস্তা সিল করে দেওয়া হয়। গোটা এলাকায় নজরদারি চালায় পুলিশ।
advertisement
কালীঘাটেও পুলিশের কড়াকড়ি। সামাজিক দূরত্ব মেনে বাজারে পাঁচজনকে প্রবেশের অনুমতি দিচ্ছে পুলিশ। সবার মুখে মাস্ক। ঘণ্টা খানেক অপেক্ষার পর তবেই মিলছে বাজারে ঢোকার অনুমতি।
শুধু দক্ষিণ কলকাতা নয়, এক ছবি মধ্য কলকাতাতেও। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চলে নাকা চেকিং। শনিবারই রিপন স্ট্রিটে ডিসি সাউথের নেতৃত্বে নামে কমব্যাট ফোর্স। রবিবারও চলে নজরদারি।
দক্ষিণ কলকাতা থেকে মধ্য কলকাতা। লকডাউনে কড়াকড়ি উত্তর কলকাতাতেও।
শ্যামবাজার পাঁচমাথার মোড়ে সকাল থেকেই চলে পুলিশের নাকা চেকিং। বাইক-গাড়ি থামিয়ে জানতে চাওয়া হচ্ছে রাস্তায় বেরোনর কারণ। সদুত্তর না পেলেই স্পটফাইন।
উল্টোডাঙাতে তৎপর পুলিশ। গাড়ি, বাইক থামিয়ে চলে জিজ্ঞাসাবাদ। বৈধ কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। বাড়ির বাইরে কেন জানতে চায় পুলিশ।
জোড়াসাঁকোয় লকডাউন সফলে সক্রিয় পুলিশ। রাস্তায় টহল পুলিশবাহিনী। দেওয়া হয় সচেতনতার পাঠ।
লকডাউন মানার ছবি যেমন আছে, তেমন না মানার ছবিও আছে। হুঁশিয়ারি সত্বেও হুঁশ ফেরেনি এন্টালির বাসিন্দাদের। খুলেছে দোকানপাট। সামাজিক দূরত্ব না মেনেই সেখানে ভিড়।
এন্টালির মতোই একই ছবি বেলগাছিয়াতেও।