TRENDING:

করোনা আতঙ্কে লোক নেই! বিপুল ক্ষতির মুখে পড়েছে নিক্কো পার্ক

Last Updated:

আরও সাবধান করতে পার্ক চত্বরে পঁচিশটি জায়গায় হাত ধোওয়ার সময় দেওয়া থাকছে সাবান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: করোনা আতঙ্কে এমনিতেই অন্য রাজ্যের সঙ্গে যোগাযোগ কম, কলকাতায় থাকলেও কার্যত অনেকেই ঘর বন্দী।  করোনা আতঙ্কে শহরের সর্বত্র আতঙ্ক।  সেই আতঙ্কের বাইরে নয় নিক্কো পার্ক। আতঙ্ক ও ভয়াবহতা আঁচ করে আগেই অনেকগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে নিক্কো পার্ক কর্তৃপক্ষ। স্যানিটাইজার থেকে মাস্ক সব কিছু আছে পার্কে আসা লোকেদের জন্য।  টিকিট নিয়ে নিক্কো পার্কের মেন গেটে এলে আগেই দেওয়া হচ্ছে হ্যান স্যানিটাইজার।  তারপরে ভিতর গেলেও বিভিন্ন রাইডে উঠার আগেই দেওয়া হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। প্রতি ত্রিশ মিনিট অন্তর প্রতিটি রাইডে স্যানিটাইজার দিয়ে মুছে দেওয়া হচ্ছে।
advertisement

আরও সাবধান করতে পার্ক চত্বরে পঁচিশটি জায়গায় হাত ধোওয়ার সময় দেওয়া থাকছে সাবান। এছাড়াও মাস্ক থাকছে পার্ক চত্বরে, যদিও কিনতে হবে পার্কে আসা লোকদের। রবিবার পার্কে আসা অনেকেই জানালেন, ‘এত কম লোক হবে তা ভাবা যায় না, তবে উদ্যোগ ভালো।’ এদিনই কেরালের এক দম্পতিতে দেখা গেল পার্ক চত্বরে।  তারাও জানালেন তারামণ্ডলের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে সে পরিকল্পনা বাতিল করতে হয়েছে।

advertisement

এদিন নিক্কো পার্কের এম ডি ও সিইও অভিজিৎ দত্ত বলেন, ‘ফেব্রুয়ারিতে ১৫ হাজার লোক কম ছিল। মার্চের ১৫ দিনেই সেটা ২০ হাজার। বিপুল অঙ্কের ক্ষতি হচ্ছে। এখনও পার্ক খোলা থাকলেও সাবধানতাকে দেওয়া হচ্ছে সর্বাধিক গুরুত্ব। ওয়াটার পার্কের দিকেও নজর আছে। লোক কম, কিছু করার নেই।  করোনা আতঙ্কে যখন বন্ধ শহরের বিভিন্ন জায়গায় তখন নিক্কো পার্ক খুলেও অন্যবারের মত দেখা মিলছে না লোকের। তাহলে কি আরও কমবে? প্রশ্ন তা এবার উঠছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Susovan Bhattacharjee

বাংলা খবর/ খবর/কলকাতা/
করোনা আতঙ্কে লোক নেই! বিপুল ক্ষতির মুখে পড়েছে নিক্কো পার্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল