TRENDING:

নির্মাণ শ্রমিক কল্যাণ তহবিলের টাকা রেল দুর্ঘটনার ক্ষতিগ্রস্তদের দিচ্ছে রাজ্য সরকার...? রাজ্যকে চিঠি কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের

Last Updated:

পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দফতরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারিকে বুধবার চিঠি দিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক নির্মাণ শ্রমিক কল্যাণ তহবিলের টাকা কোনও অবস্থাতেই অন্য খাতে খরচ করা যাবে না বলে চিঠিতে উল্লেখ রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: নির্মাণ শ্রমিক কল্যাণ তহবিলের টাকা ওড়িশা রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় রাজ্য সরকারের তরফে মেটানোর অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্যকে চিঠি দিল কেন্দ্রীয় সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক।
advertisement

পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দফতরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারিকে বুধবার চিঠি দিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক নির্মাণ শ্রমিক কল্যাণ তহবিলের টাকা কোনও অবস্থাতেই অন্য খাতে খরচ করা যাবে না বলে চিঠিতে উল্লেখ রয়েছে। সেই চিঠির কপি-সহ ট্যুইট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘রাজ্য সরকার বেআইনিভাবে সেই তহবিলের টাকা থেকে রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিয়েছে। আমি আশাবাদী কেন্দ্রের তরফ থেকে রাজ্যের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’’

advertisement

আরও পড়ুন– ‘বিপর্যয়’ কি ধেয়ে আসছে? শক্তিশালী এই ঘূর্ণিঝড় নিয়ে যা না জানলেই নয়…

বলা বাহুল্য, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়ার কয়েক ঘণ্টা আগেই অভিযোগের বোমা ফাটিয়েছিলন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘‘নির্মাণ শ্রমিক কল্যাণের টাকা রেল দুর্ঘটনার সহায়তায় দেবে রাজ্য সরকার।’’ চাঞ্চল্যকর এই অভিযোগ সামনে এনে ট্যুইট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

advertisement

আরও পড়ুন– নজরে পূর্ব ভারত, বিক্রিতে প্রাক-করোনা যুগে ফিরে যেতে চায় অশোক লেল্যান্ড

মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আগেই যাদের মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃত্যু এবং আহত হয়েছেন তাঁদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়ার কথা ঘোষণা করা হয়। সেই মতো বুধবার ট্রেন দুর্ঘটনায় নিহত, আহত এবং ক্ষতিগ্রস্ত পরিযায়ী শ্রমিকদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ট্যুইটে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী বলেছিলেন যে, বগটুই ঘটনার পর মিড ডে মিলের তহবিল থেকে ক্ষতিপূরণের টাকা মিটিয়েছিল রাজ্য সরকার। এবার নির্মাণ শ্রমিক কল্যাণ তহবিল থেকে ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে। কেন নির্দিষ্ট তহবিলের টাকা অন্য কাজে ব্যবহার করা হবে? এই প্রশ্ন তুলে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীকে নিশানা করেন শুভেন্দু। কেন মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে না? সেই প্রশ্নও তোলেন বিরোধী দলনেতা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নির্মাণ শ্রমিক কল্যাণ তহবিলের টাকা অন্য খাতে খরচ করা হলে এই তহবিলের যারা আসল উপভোক্তা তাঁরা বঞ্চিত হবেন বলেও দাবি করেন শুভেন্দু অধিকারী। শেষমেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আর্থিক সাহায্য তুলে দেওয়ার পরে পরেই কেন্দ্রের তরফে রাজ্যকে পাঠানো চিঠি-সহ বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ ট্যুইট করে এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপকে স্বাগত জানান শুভেন্দু অধিকারী।

বাংলা খবর/ খবর/কলকাতা/
নির্মাণ শ্রমিক কল্যাণ তহবিলের টাকা রেল দুর্ঘটনার ক্ষতিগ্রস্তদের দিচ্ছে রাজ্য সরকার...? রাজ্যকে চিঠি কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল