তিনি আরও বলেন, “মানস ভুঁইয়া এর নেতৃত্বে একটা টিম যাচ্ছে। বালাশোরের ডিএম কিছু অ্যাম্বুলেন্স চেয়েছে। আমরা সেই গুলো পাঠাচ্ছি। পশ্চিম মেদিনীপুর এর সুপার স্পেশালিটি হাসাপাতাগুলিকে তৈরি থাকতে বলেছি। ওড়িশা সরকারকে জানিয়েছি। যদি কিছু প্রয়োজন দরকার হয় আমরা করে দেব। আমরা সব রকমের সাহায্য দিতে প্রস্তুত।”
আপাতত ভাবে জানা যাচ্ছে, ওড়িশার বালেশ্বরের আগে বহনঙ্গা রেল স্টেশনের কাছে একটি মালগাড়িতে পিছনে গিয়ে ট্রেনটি ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে বেশ কয়েকটি কামরা বেলাইন হয়ে গিয়েছে। কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার চেষ্টা চলছে।
দুর্ঘটনার খবর পাওয়ার পরেই উদ্ধারকার্যে তদারকিতে বিশেষ টিম পাঠাচ্ছে ওড়িশা সরকার। ওড়িশার বিশেষ রিলিফ কমিশনারকে ঘটনাস্থলে দ্রুত যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বিশেষ দল সহ ওড়িশায় স্পেশ্যাল রিলিফ কমিশনার ঘটনাস্থলে রওনা দিয়েছেন। সিনিয়র অফিসার হেমন্ত শর্মা, বলওয়ান্ত সিং, দমকলের ডিজিকে ট্রেন দুর্ঘটনায় উদ্ধার অভিযানের তদারকি ও সহায়তা করার জন্য সাইটে নিযুক্ত করেছেন। ওড়িশার তিন জেলায় হাসপাতাল তৈরি রাখা হয়েছে আহতদের জন্য।
আরও পড়ুন, চিকেন খেতে খুব ভালবাসেন? সাবধান হয়ে যান এখনই, কঠিন এই রোগ নিয়ে জারি সতর্কতা
আরও পড়ুন, নন্দীগ্রামে অভিষেকের পদযাত্রা, উচ্ছ্বসিত মমতা! ২১-এর হার নিয়ে চমকে ওঠা দাবি
অন্যদিকে ঘটনার পর রেলের পক্ষ থেকে হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য ও আহতদের খোঁজ নিতে রেলের দেওয়া হেল্প লাইন নম্বরগুলি হল- হাওড়া ডিভিশনের জন্যে – 033-26382217
। খড়গপুর ডিভিশনের জন্যে – 8972073925 // 9332392339বালেশ্বর হেল্পলাইন – 8249591559/ 7978418322, শালিমার হেল্পলাইন – 9903370746।