TRENDING:

Coromandel Express Accident: 'সব রকমের সাহায্য করব,' করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় বিশেষ দল পাঠাচ্ছেন মমতা

Last Updated:

Coromandel Express Accident: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, “আমাকে জানিয়েছে ব্যবস্থা নিতে। অনেক যাত্রী আমাদের পশ্চিম বঙ্গের আছেন। ০৩৩২২১৪৩৫২৬, ২২৫৩৫১৮৫ এই কন্ট্রোল রুম গুলো চালু করা হয়েছে। ওড়িশার কন্ট্রোল রুম এর সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে। আমরা এখনও সম্পূর্ণ তথ্য হাতে পাইনি। দক্ষিণ পূর্ব রেলের জিএম-র কাছে সব ইনফো নেই। যাঁরা ট্রেন এ যাতায়াত করছিলেন, তাঁদের কোনও তথ্যের দরকার থাকলে এই নম্বর পাবেন। অনেক লোক আহত হয়েছেন।”
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় বিশেষ দল পাঠাচ্ছেন মমতা
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় বিশেষ দল পাঠাচ্ছেন মমতা
advertisement

তিনি আরও বলেন, “মানস ভুঁইয়া এর নেতৃত্বে একটা টিম যাচ্ছে। বালাশোরের ডিএম কিছু অ্যাম্বুলেন্স চেয়েছে। আমরা সেই গুলো পাঠাচ্ছি। পশ্চিম মেদিনীপুর এর সুপার স্পেশালিটি হাসাপাতাগুলিকে তৈরি থাকতে বলেছি। ওড়িশা সরকারকে জানিয়েছি। যদি কিছু প্রয়োজন দরকার হয় আমরা করে দেব। আমরা সব রকমের সাহায্য দিতে প্রস্তুত।”

আপাতত ভাবে জানা যাচ্ছে, ওড়িশার বালেশ্বরের আগে বহনঙ্গা রেল স্টেশনের কাছে একটি মালগাড়িতে পিছনে গিয়ে ট্রেনটি ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে বেশ কয়েকটি কামরা বেলাইন হয়ে গিয়েছে। কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার চেষ্টা চলছে।

advertisement

দুর্ঘটনার খবর পাওয়ার পরেই উদ্ধারকার্যে তদারকিতে বিশেষ টিম পাঠাচ্ছে ওড়িশা সরকার। ওড়িশার বিশেষ রিলিফ কমিশনারকে ঘটনাস্থলে দ্রুত যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বিশেষ দল সহ ওড়িশায় স্পেশ্যাল রিলিফ কমিশনার ঘটনাস্থলে রওনা দিয়েছেন। সিনিয়র অফিসার হেমন্ত শর্মা, বলওয়ান্ত সিং, দমকলের ডিজিকে ট্রেন দুর্ঘটনায় উদ্ধার অভিযানের তদারকি ও সহায়তা করার জন্য সাইটে নিযুক্ত করেছেন। ওড়িশার তিন জেলায় হাসপাতাল তৈরি রাখা হয়েছে আহতদের জন্য।

advertisement

আরও পড়ুন, চিকেন খেতে খুব ভালবাসেন? সাবধান হয়ে যান এখনই, কঠিন এই রোগ নিয়ে জারি সতর্কতা

আরও পড়ুন, নন্দীগ্রামে অভিষেকের পদযাত্রা, উচ্ছ্বসিত মমতা! ২১-এর হার নিয়ে চমকে ওঠা দাবি

অন্যদিকে ঘটনার পর রেলের পক্ষ থেকে হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য ও আহতদের খোঁজ নিতে রেলের দেওয়া হেল্প লাইন নম্বরগুলি হল- হাওড়া ডিভিশনের জন্যে – 033-26382217

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

। খড়গপুর ডিভিশনের জন্যে – 8972073925 // 9332392339বালেশ্বর হেল্পলাইন – 8249591559/ 7978418322, শালিমার হেল্পলাইন – 9903370746।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Coromandel Express Accident: 'সব রকমের সাহায্য করব,' করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় বিশেষ দল পাঠাচ্ছেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল