TRENDING:

আজ মরশুমের শীতলতম দিন, তাপমাত্রা আরও নামার সম্ভাবনা রাজ্যে !

Last Updated:

মকর সংক্রান্তির দিনই মরশুমের সবচেয়ে শীতলতম দিন কলকাতা-সহ গোটা দক্ষিণ বঙ্গেই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পূর্বাভাস ছিলই ৷ সেটাই শেষপর্যন্ত সত্যি হল ৷ আজ শনিবার মকর সংক্রান্তির দিনই মরশুমের সবচেয়ে শীতলতম দিন কলকাতা-সহ গোটা রাজ্যেই ৷ আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে এক ধাক্কায় ১১ ডিগ্রি সেলসিয়াসে ৷ এতদিন ১৩-১৪ ডিগ্রিতে ঘোরাঘুরি করলেও আজ ভালমতোই শীত অনুভূত হচ্ছে শহরে ৷ তাই উইকেন্ডটা যে এবার দারুণ কাটতে চলেছে তা বলাই বাহুল্য ৷
advertisement

শহরবাসীর জন্য ভাল খবরটা হল ৷ রাতের দিকে আজ তাপমাত্রা আরও নামতে পারে ৷ শুধু শনিবার মকর সংক্রান্তির দিনেই নয়, আগামী ৩ দিন শহরের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই ঘোরাফেরা করবে বলে হাওয়া অফিস সূত্রে খবর ৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

কলকাতার আশপাশে রাজ্যের অন্যান্য জেলাগুলিতে আরও ঠাণ্ডা পড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ তবে তিন দিন পর অর্থাৎ আগামী মঙ্গলবারের পর থেকেই আবার তাপমাত্রা বাড়বে ৷ দার্জিলিং-এ আজ সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি, পানাগড়ে ৬.৭ ডিগ্রি , জলপাইগুড়ি ৬.৪ ডিগ্রি, কোচবিহারে ৪.৭ ডিগ্রি, বাগডোগরায় ৪.৯ ডিগ্রি ৷ পুরুলিয়ায় তাপমাত্রা নেমেছে ৬.১ ডিগ্রি সেলসিয়াসে ৷ কলকাতা এয়ারপোর্ট চত্বরে তাপমাত্রা ১০.৪ ডিগ্রি বলে জানিয়েছে হাওয়া অফিস ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
আজ মরশুমের শীতলতম দিন, তাপমাত্রা আরও নামার সম্ভাবনা রাজ্যে !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল