TRENDING:

এবার পুজোয় বিদ্যুৎ নিয়ে আর কোনও ভাবনা নেই! পুজোর সময়ে ২৪ ঘণ্টাই খোলা থাকবে কন্ট্রোল রুম

Last Updated:

সাংবাদিক বৈঠক করে বিদ্যুৎমন্ত্রী জানান, এই বছর পুজোর দিনগুলোতে বিদ্যুতের চাহিদা সর্বাধিক রয়েছে। এই চাহিদা ১০,৪০০ মেগাওয়াট হওয়ার সম্ভাবনা রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পুজোর সময় পুলিশ-প্রশাসনের পাশাপাশি দিনরাত কর্তব্যে অনড় থাকে বিদ্যুৎ দফতর। এবছর শারদোৎসব উপলক্ষ্যে বুধবার থেকেই চালু হয়ে গেল বিদ্যুৎ দফতরের কন্ট্রোল রুম । চলবে জগদ্ধাত্রীপুজো পর্যন্ত, জানালেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। প্রথম হল পুজোর সময় বিদ্যুৎ পরিষেবা নিয়ে বৈঠক। ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, বিদ্যুৎ সচিব শান্তনু বসু-সহ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার শীর্ষ আধিকারিকরা। ছিলেন ইসিএসসি-এর প্রতিনিধিও। বিদ্যুৎমন্ত্রীর পরামর্শ, বিদ্যুৎ দফতর থেকে চাহিদা অনুযায়ী সঠিক সংযোগ নিতে হবে উদ্যোক্তাদের।
* পুজোর সময়ে ২৪ ঘন্টাই খোলা থাকবে কন্ট্রোল রুম
* পুজোর সময়ে ২৪ ঘন্টাই খোলা থাকবে কন্ট্রোল রুম
advertisement

অরূপ বিশ্বাস জানান, পুজোর সময় বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা মেটানোর জন্য চালু করা হল কন্ট্রোল রুম। ২৪ ঘণ্টাই খোলা থাকবে। বিদ্যুৎমন্ত্রী জানান, দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজোয় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দিতে চায় রাজ্য বিদ্যুৎ পর্ষৎ। বুধবার থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত খোলা থাকবে ২৪ ঘণ্টার পুজো কন্ট্রোল রুম। উৎসবের সময়ে বিদ্যুৎ দফতরের কর্মী ও আধিকারিকদের ছুটি থাকছে না। বিদ্যুৎমন্ত্রীর পরামর্শ, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সংযোগ নিন পুজো উদ্যোক্তরা। অনেক সময়ই দেখা যায়, প্রয়োজনের তুলনায় কম ইউনিট নেন তাঁরা। ফলে বিদ্যুতের তার ও যন্ত্রাংশের উপর চাপ পড়ে আগুন লেগে যায়। এলাকায় আঁধার নেমে আসে। এর থেকে যত পরিমাণ দরকার, তত পরিমাণই ইউনিট নেওয়ার পরামর্শ দিয়েছেন অরূপ। গত বছরের পরিসংখ্যান অনুযায়ী পুজোর দিনগুলোতে বিদ্যুতের চাহিদা ছিল প্রায় ৯,৯১২ মেগাওয়াটের কাছাকাছি। এবছর সেই চাহিদা বেড়ে সর্বাধিক ১২,০৫০ মেগাওয়াট হতে পারে বলে মনে করছে বিদ্যুৎ দফতর।

advertisement

এছাড়াও, রাজ্য সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এবছর সমস্ত পুজো প্যান্ডেলে বিদ্যুতের বিলে ৮০ শতাংশ ছাড় দেওয়া হবে। এ বছর পুজোর দিনগুলিতে বিদ্যুতের চাহিদা সর্বাধিক রয়েছে বলে জানালেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস।

আরও পড়ুন: মুহূর্তে ধেয়ে আসবে ঝড়-বৃষ্টি, তোলপাড় হবে বাংলার ৭ জেলা! আবহাওয়ার বড় আপডেট

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সাংবাদিক বৈঠক করে বিদ্যুৎমন্ত্রী জানান, এই বছর পুজোর দিনগুলোতে বিদ্যুতের চাহিদা সর্বাধিক রয়েছে। এই চাহিদা ১০,৪০০ মেগাওয়াট হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে বিদ্যুৎমন্ত্রী জানান, গোটা বর্ষাকাল জুড়েই ২৪X৭ কন্ট্রোল রুম খোলা ছিল। গত দু’ মাস ধরে এই কন্ট্রোল রুম চলছে। পুজোর জন্য এই কন্ট্রোল রুমকে ব্যবহার করা হবে। জগদ্ধাত্রী পুজোর শেষ পর্যন্ত এই কন্ট্রোলরুম খোলা থাকবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
এবার পুজোয় বিদ্যুৎ নিয়ে আর কোনও ভাবনা নেই! পুজোর সময়ে ২৪ ঘণ্টাই খোলা থাকবে কন্ট্রোল রুম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল