এই খবর মেয়র শোভন চট্টোপাধ্যায়ের কানে পৌঁছতেই তড়িঘড়ি তদন্তের নির্দেশ দেন পুর আধিকারিকদের। জানা যায়, শুধু জলাশয় ভরাট করে নির্মাণই নয়, পুরসভার বিল্ডিং বিভাগের অনুমোদন ছাড়াই গজিয়ে উঠছিল বহুতলটি। এরপরই নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেয় কলকাতা পুরসভা।
মেয়র দায়িত্ব পালন করলেও প্রশ্ন উঠছে, স্থানীয় কাউন্সিলরের নজর এড়িয়ে কীভাবে বেআইনিভাবে তৈরি হচ্ছিল বহুতলটি। এবিষয়ে গাফিলতি মানলেও, ঘুরিয়ে বাম আমলের ঘাড়েই দোষ চাপালেন ৬৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজনলাল মুখোপাধ্যায়।
advertisement
পুরসভার নির্দেশের পর আপাতত বন্ধ ২৩২ পিকনিক গার্ডেন রোডের এই নির্মাণকাজ। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেটও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 14, 2016 6:36 PM IST