TRENDING:

জলাজমি ভরাট করে নির্মাণ বরদাস্ত নয়: মেয়র শোভন চট্টোপাধ্যায়

Last Updated:

জলাশয় বুজিয়ে বহুতল নির্মাণ। নেওয়া হয়নি পুরসভার অনুমোদনও। তপসিয়ার পিকনিক গার্ডেনে বহুতলের নির্মাণ বন্ধের নির্দেশ দিল কলকাতা পুরসভা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জলাশয় বুজিয়ে বহুতল নির্মাণ। নেওয়া হয়নি পুরসভার অনুমোদনও। তপসিয়ার পিকনিক গার্ডেনে বহুতলের নির্মাণ বন্ধের নির্দেশ দিল কলকাতা পুরসভা। নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে কসবা থানায় এফআইআরও দায়ের করা হয়েছে। কিন্তু পুরসভার নজর এড়িয়ে কীভাবে জলাশয় বুজিয়ে শুরু হল নির্মাণকাজ?  প্রশ্ন উঠছে তা নিয়েই।
advertisement

এই খবর মেয়র শোভন চট্টোপাধ্যায়ের কানে পৌঁছতেই তড়িঘড়ি তদন্তের নির্দেশ দেন পুর আধিকারিকদের। জানা যায়, শুধু জলাশয় ভরাট করে নির্মাণই নয়, পুরসভার বিল্ডিং বিভাগের অনুমোদন ছাড়াই গজিয়ে উঠছিল বহুতলটি। এরপরই নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেয় কলকাতা পুরসভা।

মেয়র দায়িত্ব পালন করলেও প্রশ্ন উঠছে, স্থানীয় কাউন্সিলরের নজর এড়িয়ে কীভাবে বেআইনিভাবে তৈরি হচ্ছিল বহুতলটি। এবিষয়ে গাফিলতি মানলেও, ঘুরিয়ে বাম আমলের ঘাড়েই দোষ চাপালেন ৬৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজনলাল মুখোপাধ্যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

পুরসভার নির্দেশের পর আপাতত বন্ধ ২৩২ পিকনিক গার্ডেন রোডের এই নির্মাণকাজ। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেটও।

বাংলা খবর/ খবর/কলকাতা/
জলাজমি ভরাট করে নির্মাণ বরদাস্ত নয়: মেয়র শোভন চট্টোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল