পৌরভোটে বাম-কংগ্রেস একই সাথে প্রচার করবে বলেও জানান মোহিত বাবু। তিনি বলেন, বামেদের সাথে আমাদের আসন সমঝোতার পাশাপাশি দুই দলের কর্মী সমর্থকদের নিয়ে ওয়ার্ড নির্বাচনী কমিটি গঠন করে প্রচার চালানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যদিও কংগ্রেসের সাথে জোট করে পৌরসভার ভোটে লড়াইয়ের প্রসঙ্গ এড়িয়ে বামেদের দাবি,
নীতিগত ভাবে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে আমরা। তাই বিরোধী ভোট যাতে ভাগ না হয় তারজন্য আমরা তৃণমূল ও বিজেপি বিরোধী সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনে লড়াই করব বলে সিদ্ধান্ত নিয়েছি।
advertisement
একনজরে ১৬ টি ওয়ার্ডে প্রার্থী তালিকাঃ
২ নম্বর ওয়ার্ড - তনুশ্রী দাস পোদ্দার।
৩ নম্বর ওয়ার্ড - আলপনা পাল।
৪ নম্বর ওয়ার্ড - আদেশ মাহাতো।
৭ নম্বর ওয়ার্ড - বিপ্লব ঘোষ।
১০নম্বর ওয়ার্ড - শুভাশিষ দে।
১৪ নম্বর ওয়ার্ড- অনিরুদ্ধ সাহা
১৫ নম্বর ওয়ার্ড- শিগার দাস।
১৮ নম্বর ওয়ার্ড- দীনদয়াল কল্যাণী।
১৯ নম্বর ওয়ার্ড- বিমল জ্যোতি সিনহা।
২০ নম্বর ওয়ার্ড- চঞ্চল জমাদার।
২১ নম্বর ওয়ার্ড- শর্বানী মজুমদার।
২৩ নম্বর ওয়ার্ড- সন্দিপ বিশ্বাস।
২৪ নম্বর ওয়ার্ড- মৌসুমি দাস।
২৫ নম্বর ওয়ার্ড- অসীম অধিকারি।
২৬ নম্বর ওয়ার্ড- মোহিত সেনগুপ্ত।
২৭ নম্বর ওয়ার্ড- পবিত্র চন্দ।
১৩ নম্বর ও ১৭ নম্বর ওয়ার্ডের প্রার্থীদের নাম আগামী কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি।