TRENDING:

Congress: '২৬-এর আগে ‘হাতের মুঠো’ শক্ত করতে লালবাজার অভিযান কংগ্রেসের! বৃষ্টি মাথায় করেই পথে কংগ্রেস

Last Updated:

Congress: রাজ্যের শাসক দলের বিরুদ্ধে পথে নামার একাধিক ইস্যু বিরোধীদের হাতে। এবার পথে নামল কংগ্রেস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
২০২৬-এ বিধানসভা নির্বাচন। তার আগে ঘটে চলা একাধিক বিষয়। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে পথে নামার একাধিক ইস্যু বিরোধীদের হাতে। এবার পথে নামল কংগ্রেস। জেলা থেকে রাজপথে নেমে এলেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা। আরজি কর থেকে কসবা, নারী নির্যাতনের মতো ইস্যুকে সামনে রেখে কংগ্রেসের লালবাজার অভিযান ছিল আজ। যাদের নেতৃত্ব দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার।
২৬ এর আগে হাতের মুঠো শক্ত করতে লালবাজার অভিযান কংগ্রেসের
২৬ এর আগে হাতের মুঠো শক্ত করতে লালবাজার অভিযান কংগ্রেসের
advertisement

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থাৎ কলেজ স্কোয়ার থেকে প্রথমে বউ বাজার হয়ে বি বি গাঙ্গুলী স্ট্রিট দিয়ে হাঁটতে শুরু করল মিছিল। কংগ্রেসের কর্মী সমর্থকেদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে বৃষ্টির কারণ মিছিলের তাল কাটল।

আরও পড়ুন: ১ ফোঁটা চোখের জলেই নিষ্ক্রিয় ২৬ টি সাপের বিষ! বিশ্বের সবচেয়ে দামী অশ্রু কোন প্রাণীর বলুন তো? সবার চেনা, তবু ৯৯% ভুল উত্তর দিয়েছেন

advertisement

কিছু কর্মী বৃষ্টি থেকে আড়াল হতে ফুটপাতে উঠে দাঁড়াল, কিছু জন বৃষ্টি মাথয় নিয়েই এগোল, কেউ বা প্ল্যাকার্ড আড়াল করে স্লোগান দিতে দিতে মিছিলে হাঁটল। পরে বি বি গাঙ্গুলী স্ট্রিটের মুখে পুলিশ আটকালে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে এলেন কংগ্রেস কর্মীরা।

আর জি করের খুন ও ধর্ষণ, তামান্নার মৃত্যু,  কসবার ল কলেজের গণধর্ষণের ঘটনাকে সামনে রেখে আজ লালবাজার অভিযান করেছিল কংগ্রেস।

advertisement

আরও পড়ুন: রাতের অন্ধকারে গাড়িতে তৃণমূল নেতা, বিজেপি নেত্রী! সামনে রাখা পানীয়ের গ্লাস, ভিডিও ভাইরাল হতেই অস্বস্তিতে ২ দল

বিভিন্ন জেলা থেকে আসা কর্মীদের ভিড়ে প্রায় কয়েকশো কংগ্রেস কর্মী নেমেছিল রাজপথে।বৃষ্টির কারণে কিছু জন ছত্রভঙ্গ হল ঠিকই তবে মিছিল এগোল লালবাজারের দিকে। পরে বৃষ্টিতে কর্মীদের শারীরিক অবস্থার কথা মাথয় রেখে লালবাজারের কিছু আগেই বি বি গাঙ্গুলি স্ট্রিটে এসে মিছিল থামালেন শুভঙ্কর সরকার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেওয়াল জুড়ে রয়েছে শুধুই ইতিহাসের গন্ধ, বিপ্লবী ক্ষুদিরাম বসুর বেড়ে ওঠা 'এই' বাড়িতেই! জানুন
আরও দেখুন

বৃষ্টি মাথায় করে গাড়িতে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘আজ বৃষ্টি না হলে কংগ্রেসের লালবাজার অভিযান পুলিশের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াত। আজ আমরা বৃষ্টির কারণে মিছিল করলাম না কারণ এই বৃষ্টিতে আপনাদের সকলের শারীরিক অবস্থা খারাপ হতে পারে। তবে আগামীতে এই অভিযান আবার হবে। আমরা চাইব এরপর লালবাজার যেন আমাদের সমস্ত ডিপুটেশন জমা দিতে দেয়।’’ এছাড়াও আগামীর বেশ কিছু কর্মসূচীর কথা বৃষ্টিতে ভিজে ভিজে ঘোষণা করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। যার মধ্যে অন্যতম আগামী ৯ আগস্ট অভয়াকে শ্রদ্ধা জানানোর কর্মসূচী।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Congress: '২৬-এর আগে ‘হাতের মুঠো’ শক্ত করতে লালবাজার অভিযান কংগ্রেসের! বৃষ্টি মাথায় করেই পথে কংগ্রেস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল