মঙ্গলবার আরও ১৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা করে তারা৷ কংগ্রেসের জেতা ৪ আসনে প্রার্থী ছেড়ে রেখে কংগ্রেসকে জোটবার্তা দেন তারা৷ সাংবাদিক সম্মেলনে ১৩ প্রার্থীর নাম ঘোষণার পরই বিমান বসু বলেন, বুধবার পর্যন্ত কংগ্রেসের জন্য অপেক্ষা করা হবে, তারপরই তারা ৪ আসনের প্রার্থীদের নাম চূড়ান্ত করে ফেলবে৷ এরপরই সম্ভবত কংগ্রেসের পক্ষ থেকে বামেদের ৫ আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷
advertisement
শুক্রবার প্রথম দফায় বামেরা প্রার্থী তালিকা ঘোষণার পরই ক্ষুব্ধ হয়েছিল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব৷ তারা জানায়, দুই শিবির ঠিক করেছিল তারা একে অপরের জেতা আসনে প্রার্থী দেবে না৷ কিন্তু তাদের সঙ্গে আলোচনা না করেই বামেরা প্রার্থী তালিকা ঘোষণা করেছে বলে ক্ষোভ প্রকাশ করে কংগ্রেস৷ সোমবার তারা ১১ আসনে প্রার্থী তালিকাও ঘোষণা করে৷ যার মধ্যে সিপিআইএমের জেতা রায়গঞ্জ ও মুর্শিদাবাদও রয়েছে৷ অন্যদিকে জোট ভেস্তে যাওয়ার জন্য পাল্টা কংগ্রেসকে কাঠগড়ায় তোলেন বিমান বসু৷