কলকাতা পুরসভার ৬৯ নম্বর ওয়ার্ড। ঠিকানা- ৬, শরৎ বসু রোড। এই ঠিকানাতেই রয়েছে শ্রী অন্নপূর্ণা আবাসন, ল্যান্সডাউন হাইটস ও নটোর আবাসন। স্থানীয় সূত্রে খবর, করোনায় সংক্রামিত হয়ে ফ্ল্যটেই রয়েছেন শ্রী অন্নপূর্ণা আবাসনের চার আবাসিক। অথচ, প্রশাসন তিনটি আবাসনকেই গার্ড রেল দিয়ে ঘিরে ফেলায় বেড়েছে বিভ্রান্তি।
বাসিন্দাদের দাবি, করোনা সংক্রমণ হয়েছে একটি আবাসনে। অথচ একই ঠিকানা হওয়ায় বাকি আবাসনগুলিকেও ঘিরে দিয়েছে পুলিশ। ফলে, বাড়ছে বিভ্রান্তি। এমনকি, অন্য দুটি আবাসনে নজরদারি চালালেও আর একটিতে ঢিলেঢালাভাব। তাই নিয়েও ক্ষোভ বাড়ছে বাকি দুই আবাসনে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 20, 2020 1:59 PM IST