TRENDING:

কন্টেইনমেন্ট জোন নিয়ে বিভ্রান্তি শরৎ বসু রোডের ৩ আবাসনে

Last Updated:

কলকাতা পুরসভার ৬৯ নম্বর ওয়ার্ড। ঠিকানা- ৬, শরৎ বসু রোড। এই ঠিকানাতেই রয়েছে শ্রী অন্নপূর্ণা আবাসন, ল্যান্সডাউন হাইটস ও নটোর আবাসন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ঠিকানা এক। আর তাতেই কন্টেইনমেন্ট জোন নিয়ে বিভ্রান্তি দক্ষিণ কলকাতার শরৎ বসু রোডের তিন আবাসনে। একটি আবাসনে করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। তারপর বাকি দুই আবাসনও ঘিরে দিয়েছে পুলিশ। আর তা নিয়েই বিভ্রান্তি আবাসিকদের।
advertisement

কলকাতা পুরসভার ৬৯ নম্বর ওয়ার্ড। ঠিকানা- ৬, শরৎ বসু রোড। এই ঠিকানাতেই রয়েছে শ্রী অন্নপূর্ণা আবাসন, ল্যান্সডাউন হাইটস ও নটোর আবাসন। স্থানীয় সূত্রে খবর, করোনায় সংক্রামিত হয়ে ফ্ল্যটেই রয়েছেন শ্রী অন্নপূর্ণা আবাসনের চার আবাসিক। অথচ, প্রশাসন তিনটি আবাসনকেই গার্ড রেল দিয়ে ঘিরে ফেলায় বেড়েছে বিভ্রান্তি।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাসিন্দাদের দাবি, করোনা সংক্রমণ হয়েছে একটি আবাসনে। অথচ একই ঠিকানা হওয়ায় বাকি আবাসনগুলিকেও ঘিরে দিয়েছে পুলিশ। ফলে, বাড়ছে বিভ্রান্তি। এমনকি, অন্য দুটি আবাসনে নজরদারি চালালেও আর একটিতে ঢিলেঢালাভাব। তাই নিয়েও ক্ষোভ বাড়ছে বাকি দুই আবাসনে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
কন্টেইনমেন্ট জোন নিয়ে বিভ্রান্তি শরৎ বসু রোডের ৩ আবাসনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল