পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, তিনি চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন, বিরোধী দলের অসহযোগিতায়।স্পিকার জানান, রাজ্যের স্বার্থে এই দল যাওয়া প্রয়োজন।দূষণের ইস্যুতে ভারত-ভুটান যৌথ নদী কমিশন গঠন করার বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য কেন্দ্রের কাছে আবেদন করার জন্য একটি সর্বদলীয় প্রতিনিধিদল পাঠানোর কথাও বলেছিলেন। কিন্তু এই বিষয়ে বিজেপি পরিষদীয় দল তেমন কোনও উৎসাহ এখনও পর্যন্ত দেখাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। বুধবার বিধানসভায় এই বিষয়টি উত্থাপন করেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল।
advertisement
আরও পড়ুন: বাড়ি থেকে বেরিয়ে তিন ঘণ্টা কোথায় ছিলেন? ট্যাংরা কাণ্ডে নজরে দুই ভাইয়ের ভূমিকা
এর আগে বন্যায় উত্তরবঙ্গে ভেসে যাওয়ার ইস্যুতে কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল তৃণমূল। বলা হয়েছিল, ভুটানের বেশি পরিমাণ দল ছাড়ার কারণে বন্যা হয় উত্তরবঙ্গে। খোদ মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমে দাবি করেছিলেন, ভুটান থেকে জল ছাড়ার ফলে উত্তরবঙ্গ ভেসে যায়। এখন সেই ভুটান থেকে আসা নদীর দূষিত জল নিয়ে কেন্দ্রের দ্বারস্থ হতে চায় তৃণমূল।
উত্তরবঙ্গের বিষয়ে যখন কেন্দ্রের কাছে সর্বদলীয় প্রতিনিধি দলের প্রস্তাব পাশ হয়েছিল, তখন দায়িত্ব দেওয়া হয়েছিল পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। শঙ্কর ঘোষের জবাব শুনে শোভনদেব চট্টোপাধ্যায় অধিবেশনে শিলিগুড়ির বিধায়কের উদ্দেশে বলেন, ‘‘কৌশলে বিষয়টি এড়িয়ে গেলেন। বাংলার মানুষ দেখল, রাজ্যের স্বার্থে সর্বদলীয় বৈঠকে কেন্দ্রীয় সরকারের কাছে প্রতিনিধি দলের যাওয়ার বিষয়টি আপনাদের জন্য সম্ভব হল না। অযথা আপনি বিরোধী দলনেতার কথা তুললেন। আমি আপনার কাছে বার বার জানতে চেয়েছি, কবে যাওয়া হবে? কিন্তু আপনি জানাননি।’’