TRENDING:

অপারেশন করেছিলেন ওয়ার্ড বয়, বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ মৃতার পরিবারের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অপারেশন করেছিলেন ওয়ার্ডবয়। অভিযোগ সল্টলেকের এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। চলতি মাসের ২৩ তারিখ কাশীপুরের বাসিন্দা ভারতী সাহার শরীরে পেসমেকার বসানো হয়। ২৫ তারিখ ভালভ বদলের অপরেশন করা হয়। অভিযোগ সেই অপারেশন করছিলেন হাসপাতালের এক ওয়ার্ডবয়। পরে মৃত্যু হয় ভারতী দেবীর।
advertisement

ওই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্য কমিশনে অভিযোগ জানাতে চায় মৃতার পরিবারের। তাঁদের অভিযোগ, ভালভের দ্বিতীয় পর্য়ায়ের অপরেশনের পদ্ধতিতে ভুল ছিল ৷ ভুল অপারেশনের জন্য অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে মৃত ভারতী দেবীর ৷ তাঁর শারীরিক অবস্থা ক্রমশ অবণতি হতে থাকে ৷ এ কথা জানানো হলেও এদিকে বিশেষ গুরুত্ব দেননি ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসক সুস্মিত ভট্টাচার্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ভারতী দেবীকে। বাড়ি ফিরে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। ভর্তি করা হয় কালীঘাটের হাসপাতালে। সেখানেই অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় ভারতী সাহার। ন্যায্য বিচার চেয়ে বেসরকারি হাসপাতালে বিরুদ্ধে স্বাস্থ্য কমিশনে অভিযোগ দায়েরের কথা ভাবছে মৃত ভারতী সাহার পরিবার।

বাংলা খবর/ খবর/কলকাতা/
অপারেশন করেছিলেন ওয়ার্ড বয়, বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ মৃতার পরিবারের