সেই বদলির সুপারিশ করলেও রাজ্য সরকারের পরামর্শে সেই প্রক্রিয়া এখনো কার্যকর করেনি মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু সেই শিক্ষক শিক্ষিকারা কোন তারিখে স্কুলে যোগ দিয়েছিলেন জয়েনিং ডেট-সহ বিস্তারিত তথ্য এসএসসির থেকে চাইল পর্ষদ।
২০১৭-এর আগে যোগ দিয়েছেন নাকি ২০১৭-এর পরে যোগ দিয়েছে সেই সম্পর্কে ধারণা পেতে চায় পর্ষদ। যে সকল শিক্ষক শিক্ষিকার বদলির জন্য সুপারিশ করেছে স্কুল সার্ভিস কমিশন সেই সকল শিক্ষক-শিক্ষিকার জয়েনিং ডেটের উল্লেখ করে তথ্য পাঠাতে বলল পর্ষদ এসএসসি-কে।
advertisement
শিক্ষক দুর্নীতি নিয়ে একের পর বিতর্কে বারংবার বিতর্ক তৈরি হয়েছে রাজ্যে৷ সেই কারণে নিয়োগ থেকে বদলি, সব নিয়েই অতিসতর্ক রয়েছে রাজ্য প্রশাসন৷ একের পর এক মামলায় দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়াও ঝুলে রয়েছে৷ সব মিলিয়ে এ বারেও সরকারের এই পদক্ষেপে স্পষ্ট হল, অতিসক্রিয় রয়েছে আদালত৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 01, 2023 6:41 PM IST