এ দিন বৈঠকে কলেজ বিশ্ববিদ্যালয় খোলা কতটা সম্ভব সেই নিয়েই আলোচনা চলছিল। আসে হোস্টেল খোলার প্রসঙ্গও। সূত্রের খবর, বৈঠকে স্থির হয়, হস্টেল খোলা মানে বাইরে থেকে অবাধে ছাত্রছাত্রীদের আসা যাওয়া। সেক্ষেত্রে আবার সংক্রমণ হলে মুশকিল বাড়বে। তাই সিদ্ধান্ত হয় এখনই খুলবে না হোস্টেলের দরজাও।
তবে গবেষকদের জন্য গুরুত্বের ভিত্তিতে ল্যাবোরেটারি খোলা হবে, এমনটাই সিদ্ধান্ত হয়েছে এদিনের বৈঠকে।
advertisement
প্রসঙ্গত দিন দুয়েক আগেই প্রায় দশ মাস বাদে ক্লাসরুমে ক্লাস শুরু করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের জুওলজি বিভাগের প্রাক্টিক্যাল ক্লাস শুরু হয়। স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের ভর্তি হওয়ার পর এদিন থেকেই প্রথম বিশ্ববিদ্যালয় আসা শুরু করেন পড়ুয়ায়ারা। এদিনের বৈঠকে সেই প্রসঙ্গ উঠে আসে। সিদ্ধান্ত হয় এই বিষয়ে গুরুত্ব অনুযায়ী সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ই। গবেষকদের জন্য ল্যাব খোলা যেতে পারে। কিন্তু মার্চ পর্যন্ত পুরোদস্তুর অফলাইন ক্লাস শুরু করা যাবে না। ক্লাস হবে অনলাইনেই।