TRENDING:

দমদম সেন্ট্রাল জেলে প্রেমিককে মাদক পাচার করতে গিয়ে আটক কলেজছাত্রী

Last Updated:

এ যেন একেবারে সিনেমার প্লট ! দমদম সেন্ট্রাল জেলে বন্দি প্রেমিক ৷ তাকেই মাদক পাচার করতে গিয়ে আটক কলেজ ছাত্রী ৷ দমদম থানার পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এ যেন একেবারে সিনেমার প্লট ! দমদম সেন্ট্রাল জেলে বন্দি প্রেমিক ৷ তাকেই মাদক পাচার করতে গিয়ে আটক কলেজ ছাত্রী ৷ দমদম থানার পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷
advertisement

সূত্রের খবর,  ফেসবুকে ভগীরথ সরকারের সঙ্গে আলাপ হয় মেয়েটির ৷ বেশ কয়েকদিন ফেসবুকে শুরু হয় চ্যাটিং ৷ হয় নম্বরের আদানপ্রদানও ৷ এরপর সম্পর্ক গড়ায় প্রণয়ে ৷ মেয়েটির সঙ্গে বেশ কয়েকবার সাক্ষাৎও ভগীরথের ৷ পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন আগে খুনের মামলায় গ্রেফতার করা হয় ভগীরথ সরকারকে ৷ খুনের মামলায় নাম জড়ায় প্রেমিকারও ৷ সেসময় তাকে গ্রেফতার করা হয়নি ৷ এরপরই দমদমের সেন্ট্রাল জেলে বন্দি প্রেমিককে মাদক পাচার করত প্রেমিকা ৷ জেলের ভিতরই ভগীরথ প্রেমিকার আনা মাদক অন্য বন্দিদের বিক্রি করত বলে জানা জানা গিয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

যদিও মেয়েটির পরিবারের অভিযোগ, প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ব্যবহারের চেষ্টা করেছে ভগীরথ ৷ ধৃত মেয়েটির বাড়ি বারাসতের নেতাজিপল্লিতে ৷ সংস্কৃত অনার্সের ছাত্রী উচ্চ মাধ্যমিকে ৩৫০ নম্বর পায় ৷ মেধাবী ছাত্রীকে ইচ্ছেকৃত ভাবে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ প্রতিবেশীদেরও ৷ সুস্মিতাকে জেরা করছে দমদম থানার পুলিশ ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
দমদম সেন্ট্রাল জেলে প্রেমিককে মাদক পাচার করতে গিয়ে আটক কলেজছাত্রী