TRENDING:

বইয়ের পাতার গন্ধ আর তুলির টান! কলেজ স্ট্রিটে বই ও চিত্রকলার সমন্বয় এক্সেলার বুক স্টোর

Last Updated:

এই দিনেই উদ্বোধন হয় এক্সেলার বুকসের বাংলা ওয়েব ম্যাগাজিন ‘চিন্তন’—যার সূচনা করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার, খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক অশোক বিশ্বনাথন ও বেথুন কলেজের অধ্যাপিকা সুমিতা মুখোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দিনে দিনে বইবিমুখ হচ্ছে মানুষ। ইন্টারনেটের যুগে বইয়ের পাতার গন্ধ যখন ভুলতেই বসেছেন মানুষ, তখনই বইপাড়ায় আরেকটা নতুন বইয়ের দোকান। শুধু বই না, আছে তুলির টানও। সাহিত্য ও চিত্রকলার সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল কলেজ স্ট্রিটে। ৫ নম্বর সূর্য সেন স্ট্রিটে একসঙ্গে পথচলা শুরু করল এক্সেলার বুক স্টোর ও স্টোরের অন্তর্গত ডিরোজিও আর্ট গ্যালারি। এক সুতোয় বাধা পড়ল বই আর ছবি।
News18
News18
advertisement

আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এক্সেলার বুকস এই অভিনব প্রয়াসের মাধ্যমে প্রথমবার কলেজ স্ট্রিটে একসঙ্গে বই বিক্রয় ও আর্ট গ্যালারির সূচনা করল, যা উৎসর্গিত হয়েছে নবজাগরণের পথিকৃৎ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও-র স্মৃতিতে। স্টোরটিতে রয়েছে ইংরেজি ভাষার নির্বাচিত জাতীয় ও আন্তর্জাতিক বেস্টসেলার, ক্লাসিক ও সমকালীন সাহিত্যের কিউরেটেড সংগ্রহ, সঙ্গে একটি ছোট কিন্তু স্বতন্ত্র ক্যাফে পাঠকদের জন্য। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাহিত্যিক ও পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড-এর সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় এবং গিল্ড-এর সম্পাদক সুধাংশুশেখর দে।

advertisement

এই দিনেই উদ্বোধন হয় এক্সেলার বুকসের বাংলা ওয়েব ম্যাগাজিন ‘চিন্তন’—যার সূচনা করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার, খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক অশোক বিশ্বনাথন ও বেথুন কলেজের অধ্যাপিকা সুমিতা মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন প্রফেসর সংযুক্তা দাশগুপ্ত, অধ্যাপিকা চন্দ্রানী বিশ্বাস, লেখিকা অর্পিতা সরকার-সহ আরও অনেকে।

advertisement

ডিরোজিও আর্ট গ্যালারির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রখ্যাত চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়, প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে। প্রদর্শনীর প্রধান সমন্বয়কারী দীপঙ্কর সমাদ্দার ছিলেন তাঁর সঙ্গে। সুব্রতবাবু গ্যালারির অবস্থান ও নামকরণকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন, এবং বলেন এটি ছোট ও একক প্রদর্শনীর জন্য আদর্শ একটি স্থান। এই গ্যালারির প্রথম প্রদর্শনীর নাম ‘First Light’, যেখানে অংশ নিয়েছেন ১৯ জন নবীন ও খ্যাতনামা শিল্পী। প্রদর্শনীতে স্থান পেয়েছে কিছু হস্তশিল্পও যা দর্শকদের দৃষ্টি কাড়ছে। ‘First Light’ প্রদর্শনীটি চলবে ১৯ জুলাই পর্যন্ত (রবিবার বন্ধ)। এরই মধ্যে বহু শিল্পী ভবিষ্যতে এই গ্যালারিতে প্রদর্শনী করার আগ্রহ প্রকাশ করেছেন।

advertisement

আরও পড়ুন: জন্মদিনই বলে দেবে ভাগ‍্য! এই তারিখগুলিতে জন্ম নিলেই কোটিপতি হওয়া কেউ আটকাতে পারবে না! সাফল‍্য, টাকা হাতের মুঠোয়

প্রথম দিনেই বই, শিল্পকর্ম ও হস্তশিল্পের বিক্রয় ছিল লক্ষণীয়। যা এই উদ্যোগের দুই প্রধান ড. সুদীপ্ত কুমার ঘোষ ও অঞ্জিতা গঙ্গোপাধ্যায়কে বিশেষ উৎসাহ জুগিয়েছে। পুরো আয়োজনে শহরের পাঠক ও শিল্পরসিক মানুষের উপস্থিতি ও ভালবাসা ছিল বিশেষভাবে অনুপ্রেরণাদায়ক।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
বইয়ের পাতার গন্ধ আর তুলির টান! কলেজ স্ট্রিটে বই ও চিত্রকলার সমন্বয় এক্সেলার বুক স্টোর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল