কয়লা পাচার মামলায় আসানসোল এলাকা থেকে বেশ কয়েকজন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় সম্প্রতি। এমনকি ২০১৯-২০২১ পর্যন্ত খনি এলাকার দায়িত্বে থাকা কিছু কর্মী আধিকারিককে জেরা করা হয়। মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার ১৫ জন সহযোগীর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত।
advertisement
এই দুর্নীতির অভিযোগের মামলায় যে ৪১ জনের নামে চার্জশিট দেওয়া হয়েছিল, তাঁদের মধ্যে ওই ১৫ জনও রয়েছেন। মঙ্গলবারই তাঁদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এই পরিস্থিতিতে হেভিওয়েট বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির তলব বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন: কয়লাপাচার কাণ্ডে এবার বিজেপি নেতা! জিতেন্দ্র তিওয়ারিকে তলব করল সিআইডি
২০২০ সালে কয়লা পাচার মামলার তদন্ত শুরু করে সিবিআই। মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে এই মামলার শুনানি হয়। এই মামলায় মূল অভিযুক্ত হিসাবে অনুপ মাজি ওরফে লালার নাম উঠে এসেছে বার বার। মামলা নিয়ে সিবিআইয়ের চার্জশিটের পাশাপাশি লালা-সহ একাধিক অভিযুক্তের বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইতিমধ্যেই লালার সঙ্গী বলে পরিচিত গুরুপদ মাজি-সহ চার জন গ্রেফতারকে গ্রেফতার করেছে সিবিআই। তিন জন জামিন পেলেও, গুরুপদ এখন তিহাড় জেলে বন্দি।
আরও পড়ুন: আরও ৭০০০ চাকরির নিয়োগপত্র! আজ ফের কল্পতরু মুখ্যমন্ত্রী! খড়গপুরে একাধিক শিলান্যাস
অন্য দিকে, এই মামলায় রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের সরকারি আবাসন-সহ আসানসোল এবং কলকাতায় পাঁচটি বাড়িতে সম্প্রতি তল্লাশি চালিয়েছে সিবিআই। তাঁকে জিজ্ঞাসাবাদও করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি। তার ঠিক পরেই এবার টান পড়ল বিজেপি নেতার। সবমিলিয়ে এই মামলার গতি ও মামলা সংক্রান্ত ঘটনাপ্রবাহ যে দ্রুত এগোচ্ছে সে কথা বলাই যায়।