TRENDING:

CNG Bus in Kolkata: দূষণ রুখতে এবার ২০০ CNG বাস রাস্তায় নামাচ্ছে রাজ্য, যাত্রী পরিষেবাও হবে আরও ভাল

Last Updated:

রাজ্য পরিবহণ দফতর সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যেই এই বাস কেনার জন্য আর্থিক অনুমোদন মিলেছে। আগামী দুর্গাপুজোর আগেই মিডি, সেমি এবং ডিলাক্স— এই তিন ধরনের বাস নামানো হবে রাস্তায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে রেখে যাত্রী পরিষেবা আরও মসৃণ করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। সেই কারণে রাজ্য পরিবেশবান্ধব ২০০টি নতুন সিএনজি বাস কিনতে চলেছে। রাজ্য পরিবহণ দফতর সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যেই এই বাস কেনার জন্য আর্থিক অনুমোদন মিলেছে। আগামী দুর্গাপুজোর আগেই মিডি, সেমি এবং ডিলাক্স— এই তিন ধরনের বাস নামানো হবে রাস্তায়। ১২০টি সেমি ডিলাক্স বাস, ৩০টি মিডি বাস এবং ৫০টি ১২ মিটার মাপের ডিলাক্স বাস কেনা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নতুন বাস কেনার জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
দূষণ রুখতে এবার ২০০ CNG বাস রাস্তায় নামাচ্ছে রাজ্য (File Photo)
দূষণ রুখতে এবার ২০০ CNG বাস রাস্তায় নামাচ্ছে রাজ্য (File Photo)
advertisement

আরও পড়ুন– শুধু হাড়কেই নয়, মস্তিষ্ককেও কমজোর করে দেয় ক্যালসিয়ামের ঘাটতি; এই ৫ উপসর্গ দেখলেই সাবধান, সঙ্গে সঙ্গে শুরু করতে হবে এই সমস্ত জিনিসের সেবন

কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলা, বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশ কিছু গুরুত্বপূর্ণ রুটে এই বাসগুলি চলবে। পাশাপাশি, কিছু বাস উত্তরবঙ্গের শহরগুলিতেও পাঠানো হতে পারে বলে পরিবহণ দফতর সূত্রে খবর। গত বছর অগাস্টে ১১৮০টি বিদ্যুৎচালিত বাস সরবরাহের জন্য টাটা মোটর্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল রাজ্য সরকার। সেই চুক্তি অনুসারে চলতি বছর মার্চের মধ্যে ৫৫০টি বাস পাওয়ার কথা ছিল। কলকাতায় সমস্ত ডিজেল চালিত বাস বাদ দিয়ে সেখানে বিদ্যুৎচালিত বাস নামানোর পরিকল্পনা ছিল সরকারের। আদালতে মামলা হওয়ায় এখনও পর্যন্ত সেই বাস হাতে পাওয়া যায়নি। ওদিকে, ব্যবহারযোগ্য না থাকায় নিয়মিত বসে যাচ্ছে একের পর এক সরকারি বাস। এদিকে, দূরপাল্লার বাসের মতো শহরের বাসেও যাতে অনলাইনে টিকিট কাটা যায় তার ব্যবস্থা হচ্ছে।

advertisement

আরও পড়ুন– একই রানওয়েতে মুখোমুখি চলে এল ২টি বিমান! অল্পের জন্য এড়ানো গেল দুর্ঘটনা, শিকাগো বিমানবন্দরে ভয়ঙ্কর ঘটনা!

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

নতুন বাসে সেই প্রযুক্তি লাগানো হবে। এই প্রযুক্তির ব্যবহার শুরু হলে কনডাক্টরের ওপর নির্ভরশীলতা কমবে। ১২ মিটারের সেমি ডিলাক্স বাস কেনা হবে ১২০টি, যার প্রতিটির দাম ৬৫ লাখ টাকা। একই মাপের ডিলাক্স বাস কেনা হবে ৫০টি, যার প্রতিটির দাম ৭০ লক্ষ ৪০ হাজার টাকা। ৯ মিটারের লম্বা মিডি বাস কেনা হবে ৩০টি, যার প্রতিটির মূল্য ৪২ লক্ষ টাকা।রাস্তায় যাত্রী হয়রানি কমাতে বাসের সংখ্যা বাড়ানোর কথা বলেন। যাত্রীদের সঙ্গে কথা বলে তাঁদের চাহিদা অভাব-অভিযোগ শুনতে বলেন পরিবহণমন্ত্রীকে। আর তার পরই দপ্তরের সচিবকে সঙ্গে নিয়ে রাস্তায় নামেন পরিবহণমন্ত্রী।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
CNG Bus in Kolkata: দূষণ রুখতে এবার ২০০ CNG বাস রাস্তায় নামাচ্ছে রাজ্য, যাত্রী পরিষেবাও হবে আরও ভাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল