মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সারা বাংলায় উৎসব পালন হচ্ছে। আমাদের বাংলায় একটা পরম্পরা যাচ্ছে সব ধর্মের মানুষ একসঙ্গে থেকে সব উত্সবকে আমাদের উত্সব হিসেবে পালন করি। আমাদের সরকার দু’দিনের ছুটি দেয়। আমরা কোনওদিন চাই না ধর্মের ভাগ-বাটোয়ারা। আমরা সব ধর্মকে ভালবাসি। বিহারে এত ছট পুজো হয় না, যত ছট পুজো বাংলায় হয়। বাংলায় কেউ কেউ বাটোয়ারা করতে চায়। কিন্তু আমরা করতে চাই না। এটা ইন্ডিয়া।’’
advertisement
গঙ্গার ঘাটে এসে তৃণমূল জমানায় শতাধিক গঙ্গার ঘাট বানানোর প্রসঙ্গ টানলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘বেলেঘাটাতে যে গান্ধী ভবন আছে সেটা ভাল করে বানিয়ে দিয়েছি। আমরা এখানে সব ঘাট পরিষ্কার করে রেখেছি।
ছট পুজোর উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী জানালেন, ‘‘আমরা প্রশাসনকে সতর্ক রেখেছি যাতে কোনও দুর্ঘটনা না ঘটে। কেউ যদি তাড়াহুড়ো করে ঐদিকে পাত্তা দেবেন না। নিমতলাতে গেলে দেখতে পাবেন সব কিছু নতুন করে তৈরী। ১২৬ টি ঘাট কলকাতায় বানিয়েছি। কারোর কথা শুনবেন না। বাংলায় যখন আছেন বাংলা আপনার ঘর।’’
গঙ্গাসাগরে পুজো প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানালেন, ‘‘আমিও ব্রত রেখেছি। আমার নামে গঙ্গাসাগরে পুজো হবে কাল সকালে। আমি আপনাদের সঙ্গেই আছি।’’