বুধবার মালদহেরগ গাজোল কলেজ মাঠে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়ামে সভা করবেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় বঞ্চনা, এসআইআর-সহ একাধিক ইস্যু নিয়ে দুই সভা থেকে ফের সরব হবেন মমতা।
advertisement
আরও পড়ুন: গুরুতর অসুস্থ খালেদা জিয়া, দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
অন্যদিকে নবান্ন সভাঘরে আজ দুপুর দেড়টা থেকে বিশেষ বৈঠক মুখ্যমন্ত্রীর। বিভিন্ন দফতরের উন্নয়নের খতিয়ান তুলে ধরবেন মমতা৷ প্রত্যেকটি দফতরের মন্ত্রী, সচিব এবং বিভিন্ন জেলাশাসকরা উপস্থিত থাকবেন এই বৈঠকে। গত কয়েক বছরে বিভিন্ন দফতর ধরে ধরে রাজ্য সরকার কী কী উন্নয়নমূলক কর্মসূচি নিয়েছে তার বিস্তারিত খতিয়ান তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বারবারই সরব হয়েছেন মমতা। রাজ্য সরকার তার নিজের কোষাগার থেকেই একাধিক সামাজিক উন্নয়নমূলক প্রকল্প পরিচালনা করছে।
