সূত্রের খবর, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আগামী ১৬ অথবা ১৭ নভেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন ৷
ট্যুইটারে মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন, আরও বিরোধী দলগুলিকে সঙ্গে নিয়ে তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে নোট বাতিলে সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে আলোচনা করতে চান ৷ এব্যাপারে আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব, বাম নেতা সীতারাম ইয়েচুরির সঙ্গেও কথা বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবারই দিল্লি রওনা হচ্ছেন তিনি ৷
advertisement
মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দিল্লি মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল ৷ একইসঙ্গে প্রধানমন্ত্রীর এদিনের বক্তব্যকে কটাক্ষ করে কেজরি ট্যুইট করেন, প্রধানমন্ত্রী অপমান করেছেন মানুষকে ৷ দুর্নীতিতে যুক্ত মানুষেরাই চার হাজার টাকা পাল্টানোর লাইনে দাঁড়িয়ে, এই কথাটি বলে মোদি আদতে সাধারণ মানুষকেই অপমান করেন ৷ অরবিন্দ কেজরিওয়ালের ট্যুইটটি রিট্যুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷