আজ, বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক নবান্নে। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিন বিকেলে মন্ত্রিসভার বৈঠক সেরে বিকেল থেকেই কালীপুজো উদ্বোধনে বেরবেন মুখ্যমন্ত্রী, সূত্রের খবর এমনই। এবার তিনি সশরীরে মণ্ডপে মণ্ডপে গিয়েই পুজোর সূচনা করে দেবেন। কালীপুজো ১২ তারিখ অর্থাৎ রবিবার। তবে বিখ্যাত পুজোমণ্ডপগুলি আগে থেকেই খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য। আর মুখ্যমন্ত্রীর হাত ধরেই তার সূচনা হয়ে যাবে বুধবার। মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনের জন্য ইতিমধ্যেই প্রস্তুত মণ্ডপগুলি।
advertisement
আরও পড়ুন : লক্ষ লক্ষ মাটির প্রদীপ, রঙিন আলোয় সাজবে গঙ্গার পাড়! দীপাবলিতে কীভাবে সাজবে কলকাতা? প্রস্তুতি তুঙ্গে
বুধবার প্রথমে যাবেন তিনি জানবাজারে। এন্টালির তৃণমূল কংগ্রেস বিধায়ক স্বর্ণকমল সাহার পুজো বলে পরিচিত জানবাজারের পুজো। সেটা তিনি উদ্বোধন করবেন। এছাড়া এখান থেকেই উত্তর কলকাতার গিরিশ পার্কের পুজো ও দিল্লির একটা বিপণির উদ্বোধন করবেন। এর পর তিনি যাবেন শেক্সপিয়র সরণি থানার উল্টোদিকে। সেখানকার পুজোও তিনি উদ্বোধন করবেন। তার পর যাবেন ভেনাস ক্লাব। সেখান থেকে একাধিক পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যেই দুর্গা পুজো নিয়ে প্রশাসনের, বিশেষ করে পুলিশের কাজের ভূয়সী প্রশংসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, আমাদের প্রশাসন পুজোয় দারুণ কাজ করেছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, ‘‘জেলার পুজো দেখলাম। পায়ে চোট ছিল তাই ভার্চুয়াল উদ্বোধন করেছি। জেলার ও ব্লকের সব প্যান্ডেল দেখেছি। জেলা সবাইকে ফেল করিয়ে দিয়েছে। আগামী বছর বিদেশের পুজোকেও কানেক্ট করব। যাতে সব আমরা দেখতে পারি। কার্নিভালের দিক থেকে ব্রাজিলকে ছাপিয়ে গিয়েছে।’’